Monday, August 25, 2025

দিনহাটা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

Date:

Share post:

আজই দিনহাটা মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ৷ আজ দলের কর্মীরা মনোনয়ন জমা দিলেন। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন, রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উদয়ন গুহ বলেন, বিজেপির দিনহাটায় কোনো জায়গা নেই। মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে খুশি।

এদিকে তৃণমূলের পুরোনো মুখকে ভরসা করল বিজেপি। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে অশোক মন্ডলকে। অশোক মন্ডল বিজেপির সহসভাপতি পদে আছেন৷ ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন অশোক মন্ডল। সেই বছর তিনি প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের উদয়ন গুহকে হারিয়েছিলেন। তবে ফরওয়ার্ড ব্লকের কমল গুহের ছেলে উদয়ন গুহ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পতাকা তুলে নেন৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অশোক মন্ডল তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের ২০০৬ সালের বিধায়ককে দলে পেয়ে বিজেপি চাইছে শাসক দলকে চাপে ফেলতে। তবে জানা গেছে দীর্ঘদিন মাঠে নেমে রাজনীতি করতে দেখা যায়নি অশোক মন্ডলকে। তাই বিজেপি আদৌ তাদের জেতা কেন্দ্র দিনহাটা ধরে রাখতে পারবে কী না তা প্রশ্ন উঠছে৷ জানা গেছে উদয়ন গুহ দিনহাটা কেন্দ্রতে প্রার্থী হিসেবে নাম ঘোষণার অনেক আগে থেকেই শুরু করেছেন কর্মিসভা। সেভাবে দিনহাটাতে রাজনৈতিক কর্মসূচি করতে নির্বাচনের পর দেখা যায়নি বিজেপিকে। এদিকে যদিও বিজেপি প্রার্থী অশোক মন্ডল বলেন, ২০০৬ সালে যিনি লালের ঝান্ডা ধরে হেরেছিলেন তিনি আবার তৃণমূল কংগ্রেসের ডান্ডা ধরেছেন। দিনহাটায় জয় হবে বিজেপির।

advt 19

 

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...