বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের ( punjab kings) বিরুদ্ধে ৬ উইকেটে হারলেও, এই দিনটি স্মরণীয় করে রাখলেন চেন্নাই সুপার কিংসের ( csk) বোলার দীপক চাহার। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হারের পরই, একবারে জার্সি পড়ে সোজা গ্যালারিতে উঠে যান চাহার। সেখানেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন চেন্নাইয়ের এই তারকা বোলার। আর সঙ্গে সঙ্গে হ্যাঁ ও বলে দেন দীপকের বান্ধবীও।

প্লে-অফের রাস্তা আগেই পাকা হয়ে গিয়েছি। তবুও কে এল রাহুলদের বিরুদ্ধে জয় চাইছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শেষমেশ ধোনিকে টেক্কা দিয়ে ম্যাচ বার করে নিয়ে যান রাহুল। তবে এসবের মধ্যে হঠাৎই নজর কাড়লেন দীপক চাহার। ম্যাচ শেষে সোজা গ্যালারিতে চলে যান দীপক। সেখানে ছিলেন তাঁর বান্ধবী। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন চাহার। জবাব পেতে তাঁকে একটুও অপেক্ষা করতে হয়নি। বান্ধবীও সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেন। তারপর হয় আঙটি বদল। দু’জনে পরস্পরকে আঙটিও পরিয়ে দেন। গ্যালারিতে থাকা বাকি দর্শকরা হাততালি দিয়ে দু’জনকে অভিনন্দন জানান। আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

She said yesssss.! 💍
Congratulations Cherry.! Stay Merry.! 😍🥳#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/qVmvVSuI7A
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
আরও পড়ুন:র্যাঙ্কিং-এ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে আটকে গেল সুনীল ছেত্রীর দল
