Saturday, August 23, 2025

উদ্বাস্তুদের সমস্যা নিয়ে আপসহীন লড়াই চালিয়েছেন, সাহিত্যে নোবেল পেলেন আবদুলরজাক গুরনাহ

Date:

Share post:

উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা নিয়ে আপসহীন লড়াই চালিয়ে গিয়েছেন উপন্যাসিক আবদুলরজাক গুরনাহ। শাসকের রক্তচক্ষুতেও এতটুকু ভয় পাননি ৭৩ বছরের এই প্রবীণ সাহিত্যিক। ২০২১ সাহিত্যে নোবেল সম্মান পেলেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরজাক গুরনাহ। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও পুঁজিবাদের ফলে সাধারণ মানুষের কীভাবে ক্ষতি হয়, উদ্বাস্তু সমস্যা কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, এসবই আবদুলরজাকের কলমে ফুটে উঠেছে।

১৯৪৮ সালে ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে গুরনাহের জন্ম। ছয়ের দশকের শেষদিকে তিনিও একজন উদ্বাস্তু হিসেবে ইংল্যান্ডে যান। সেখানেই কেন্ট ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ও উপনিবেশ পরবর্তী সময়ের সাহিত্য নিয়ে অধ্যাপনা করেছেন। লিখেছেন এক ডজনের বেশি উপন্যাস এবং বহু ছোট গল্প। রয়েল সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার ২০২১ সালের নোবেল সাহিত্য সম্মান এই প্রবীণ সাহিত্যিকের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করে। 

নোবেল কমিটি জানিয়েছে, গুরনাহের কলমে শরণার্থীদের সমস্যা, তাদের সংস্কৃতি, সবই পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। গোটা দুনিয়ার সামনে শরণার্থীদের সমস্যা তুলে ধরেছেন তিনি। গুরনাহ আফ্রিকার মানুষের সমস্যা গোটা দুনিয়ার কাছে প্রকাশ করেছেন। মাত্র ২১ বছর বয়সেই প্রথম লেখা শুরু করেছিলেন তিনি। নিজেও ছিলেন একজন শরণার্থী। তাই শরণার্থীদের উপর ঔপনিবেশিকতার প্রভাব জীবন্ত হয়ে ধরা দেয় তাঁর লেখায়।

advt 19

 

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...