১) সাফ কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। এদিন ফাইনালে সুনীল ছেত্রীর দল হারাল নেপালকে। ম্যাচের ফলাফল ৩-০। ভারতের হয়ে গোল গুলি করেন সুনীল ছেত্রী, সুরেশ সিং ওয়াংঝাম, সাহাল আব্দুল সামাদ।

২) পিছল কলকাতা লিগের ফাইনাল। ১৮ অক্টোবরের জায়গায় ১৮ নভেম্বর হবে কলকাতা লিগের ফাইনাল। এমনটাই জানাল আইএফএ।

৩) ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পযর্ন্ত সরকারিভাবে কিছু না বললেও আগামী দু’বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের হ্যেড কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। ২০২৩ পযর্ন্ত বিরাট, রোহিতদের দায়িত্ব নিতে চলেছে বলে সূত্রের খবর।

৪) প্রথম প্রস্তুতি ম্যাচের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় পেল এসসি ইস্টবেঙ্গল। শনিবার সকালে সালগাওকার এফসিকে ২-০ গোলে হারাল মানোলো ডিয়াজের দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন আমির দেরভিসেভিচ এবং সৌরভ দাস।

৫) মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সৌরাষ্ট্রের রঞ্জিজয়ী ক্রিকেটার অভি বরট। গত বছর প্রথম বারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের সদস্য ছিলেন তিনি।
আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন
