এবার পুজোর (Durga Pujo) উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২১ পল্লীতে (21 Pally) গিয়ে নিজে হাতে একটি ছবি এঁকেছিলেন (Sketch)। মহালয়ার দিন নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র “জাগো বাংলা” (Jago Bangla) উৎসব সংখ্যার প্রচ্ছদে দুর্গা মায়ের যে ছবি ছিল, সেই ছবিটিই বালিগঞ্জ ২১ পল্লীর পুজোয় গিয়ে এঁকে ছিলেন মুখ্যমন্ত্রী। তাই এমন একটি ছবিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ২১ পল্লী দুর্গোৎসব কমিটি। পুজোর দিনগুলোতে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি মণ্ডপেই রাখা ছিল দর্শনার্থীদের জন্য। যা ২১ পল্লীর পুজোর আকর্ষণকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল।

সংরক্ষণ প্রসঙ্গে ২১ পল্লী পুজো কমিটির সম্পাদক মলয় বিশ্বাস বলেন, ‘‘স্লেট চক-পেন্সিলে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবিটি আমাদের কাছে এক অমূল্য সম্পদ। তাই এই ছবিটি আমরা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি যাতে যুগ যুগ ধরে নষ্ট না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যিনি সংরক্ষণের দায়িত্বে আছে, তিনি একটি বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে সংরক্ষণ করবেন। পরে সেটি ফ্রেমে বাঁধানো হবে। এবং বালিগঞ্জে ২১ পল্লী ক্লাবের ভিতরে তা অত্যন্ত যত্ন সহকারে রাখা। প্রতি বছর পুজোর সময় এই সংরক্ষিত ছবি সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপে রাখা হবে।”
আরও পড়ুন:পিডিএসের শারদ সংখ্যায় প্রকাশিত কান্তি-তন্ময়ের লেখা, ক্ষুব্ধ সিপিএম
