Thursday, November 13, 2025

বাবা-ভাইকে সাংসদ পদ ছাড়তে বলো, ইস্তফা দিয়েই বাবুলের নিশানায় শুভেন্দু

Date:

Share post:

লোকসভার স্পিকার (Speaker of Loksabha) ওম বিড়লার (Om Birla) কাছে সাংসদ (MP) পদে ইস্তফা (Resign) দিয়ে বেরিয়ে আসার পর বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নিশানায় এবার পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার, বলা ভালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary).

এদিন বাবুল সুপ্রিয় বলেন, ”আমি অত্যন্ত দুঃখিত। কারণ, আমি.বিজেপি দলের সঙ্গে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলাম। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই আমার উপরে ভরসা রাখার জন্য। আমি আর এখন বিজেপির সদস্য নই। তাই সাংসদ পদ আকড়ে থাকা অর্থহীন।”

এর পরই দিল্লিতে স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে মিষ্টি কথায় শুভেন্দুকে ঠোকেন বাবুল। রাজনীতির বাইরে শুভেন্দু অধিকারী তাঁর বন্ধুসম জানিয়ে বাবুল বলেন, ‘‘কয়েক মাস আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। রাজনীতির বাইরে তিনি আমার বন্ধু। কিন্তু রাজনৈতিক ভাবে তাঁকেও তো আমার সম্পর্কে কঠোর বাক্য প্রয়োগ করতে হয়। তবে, শুভেন্দুর উচিত তাঁর বাবা ও ভাইকে সাংসদ পদ থেকে ইস্তফার পরামর্শ দেওয়া। কারণ তাঁরা তো আর তৃণমূলে নেই।’’

বাবুলের কথায় শুভেন্দুর ‘‘বাবা ও ভাই’’ অর্থাৎ কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sishir Adhikary) এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibendu Adhikary) কথাই বলতে চেয়েছেন বাবুল। শুভেন্দুর দলত্যাগের পর থেকে তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ তাঁর বাবা শিশির অধিকারীও। খাতায়-কলমে তৃণমূলের টিকিটে শিশির অধিকারী দলবিরোধী কথা ও কাজকর্ম করেছেন বলে অভিযোগ। এমনকী, বিধানসভা নির্বাচনের আগে শিশিরবাবু এগরায় অমিত শাহের সভায় হাজির ছিলেন। একই ভাবে তৃণমূলে কোণঠাসা দিব্যেন্দু অধিকারীও। আর তাই বাবুল সম্ভবত শুভেন্দুকে বোঝাতে চেয়েছেন, নৈতিকতার দিকটি মাথায় রেখে শিশির অধিকারী ও দিব্যেন্দুর সাংসদ পদ থেকে পদত্যাগ করা উচিত। এবং সেই বিষয়টি যেন শুভেন্দু তাঁর বাবা আর ভাইকে বোঝান।

আরও পড়ুন:ওজন কমাতে ব্যাগ ছাড়াই যাত্রী নিয়ে পাড়ি দিল উড়ান

advt 19

 

 

spot_img

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...