উৎসবের মরশুমে অশান্তি বাংলাদেশে (Bangladesh)। সেখানে হিন্দুদের ওপর হামলা। এই হিংসার ঘটনার প্রতিবাদ করে ইতিমধ্যেই আমেরিকায়(America) বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে সেখানে বসবাসকারী বাংলাদেশিরা। সেখানে একের পর এক দুর্গাপুজোর (DurgaPuja) মণ্ডপে হামলার কথা উল্লেখ করা হয়।

গত বুধবার কুমিল্লার (Kumilla) ঘটনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর মণ্ডপ, মন্দির এবং বাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭১ টি মামলা দায়ের করা হয়েছে। গত ৫ দিনে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এইসব ঘটনায় নাম রয়েছে ৪ থেকে ৫ হাজার জনের। সব থেকে বেশি মামলা দায়ের করা হয়েছে নোয়াখালিতে। এরপরে কুমিল্লায় মামলায় করা হয়েছে ৫ টি।

এ প্রসঙ্গে সোমবার টুইটে কবি ও গীতিকার জাভেদ আখতার বলেছেন, “বাংলাদেশে যা কিছু ঘটছে, তা অত্যন্ত লজ্জার বিষয়। সংখ্যালঘুদের উপর যাঁরা নির্বিচারে আক্রমণ চালাচ্ছে, তারা কাপুরুষ এবং মানসিক বিকারযুক্ত কমিউনালিস্ট। শেখ হাসিনার মতো একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বের শাসনতন্ত্রে কীভাবে এমনটা ঘটতে পারে?”

আরও পড়ুন-হামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশে অশান্তির ঘটনার তীব্র নিন্দা করেছে মার্কিন বিদেশমন্ত্রক। মার্কিন বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ধর্মপালনের স্বাধীনতা মানবাধিকারের মধ্যে পড়ে। প্রত্যেকে যাতে নিজেদের নিরাপদ মনে করেন ও ধর্মীয় উত্সব পালন করতে পারেন, তা দেখা দরকার। রাষ্ট্রপুঞ্জের তরফেও বাংলাদেশ সরকারকে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে প্রশাসনকে।

বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা এবং একাধিক ভক্তকে হত্যার ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি করে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপরে হিংসার ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হোক। সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর দাবিও তোলা হয়।
