বৃ্ষ্টি-ধসে বিপর্যস্ত পাহাড়: খোলা রাস্তার তালিকা, হেল্পলাইন নম্বর চালু করল প্রশাসন

অবিরাম বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত পাহাড়। অনেক পর্যটকরাই আটকে পড়েছেন সেখানে। এমন পরিস্থিতিতে পাহাড়ের কোন রাস্তাগুলি বন্ধ, কোন রাস্তাগুলি খোলা রয়েছে তা জানাল দার্জিলিং (Darjeeling) প্রশাসন। পাশাপাশি পর্যটকদের সাহায্যে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

  • হেল্পলাইন নম্বরগুলি হল-

কন্ট্রোল রুম: ০৩৫৪২২৫২০৫৭, ৯০৮৩২৭০৪৩৫
দার্জিলিং: ৯০৮৩২৭০৪১৩, ৯০৮৩২৭০৪০৫
কার্শিয়াং: ৯০৮৩২৭০৪১৫, ৯০৮৩২৭০৪১১
গ্রামীণ (নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া): ৯০৮৩২৭০৪১০,৯০৮৩২৭০৪০৭

আরও পড়ুন: এবারও মিলল না জামিন, হাজতবাসই করতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে

  • উত্তরবঙ্গে যে রাস্তাগুলি খোলা রয়েছে…

১-লেবং- বাদামতাম রোড
২- শিলিগুড়ি থেকে রোহিনী ও পাঙখাবাড়ি রোড
৩-সুখিয়াপোখরি থেকে দুধিয়া আয়রন ব্রিজ
৪-শিলিগুড়ি থেকে সিকিমগামী ব্যক্তিরা পাঙখাবাড়ি রোড দিয়ে যেতে পারবেন
৫-কিনজালিয়া থেকে বিজনবাড়ি
৬- লেবং কার্ট প্রভৃতি রাস্তা খোলা রয়েছে।

  • যে রাস্তাগুলি বন্ধ রয়েছে…

১-লোধমা থানা ও লোধমা বাজার,
২- দার্জিলিং-চংটং রোড,
৩- ৫৫ নম্বর জাতীয় সড়কের মহানদী,
৪- লোধমা ও মানেভঞ্জন রোড,
৫- লেবং কার্ট রোড,
৬- ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল,
৭- সুখিয়া পোখরি – দুধিয়া সেতু,
৮- জোড়বাংলো – বিজনবাড়ি,
৯-  রিম্বিক – শ্রীখোলা সহ প্রায় ৩৬টি রাস্তা বন্ধ।

advt 19