Saturday, August 23, 2025

লক্ষ্মীপুজোর দুপুরে বিস্ফোরণে কাঁপল বারাকপুরের কালিয়া নিবাস, ধৃত ১

Date:

Share post:

লক্ষ্মীপুজোর দিন ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার বারাকপুরের (Baracpur) কালিয়া নিবাস এলাকা। বাড়ির চাঙড় ভেঙে জখম দুজন। আহত দু’জনকে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়েছে। ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

বুধবার, দুপুরে বারাকপুরের কালিয়া নিবাস এলাকার একটি বাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। দুটি ঘরে আগুন লেগে যায়। বিস্ফোরণে (Blast) বাড়িটির চাঙড় ভেঙে দুজন গুরুতর আহত হন। তাঁদের বারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ওই বাড়ির এক ভাড়াটে ইসাইয়া ফেনিহাস গিডলা নামে এক তেলুগু ভাষী প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। কী ভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

বারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস (Uttam Das) জানান, ওই বাড়িতে তিনজন ভাড়া থাকেন। তাঁদেরই একজনের ঘরে বিস্ফোরণ ঘটে।প্রাথমিক ভাবে গ্যাস সিলিন্ডার (Cylinder) ফেটে বিস্ফোরণ বলে অনুমান করি হলেও, পরে দেখা যায় সেটি অক্ষত রয়েছে। বিস্ফোরণস্থল থেকে কিছুটা গাঁজা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হয়েছে বেশ কিছু রাসায়নিকও। ওই ঘরের ভাড়াটেকেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত তেলুগুভাষী হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা। প্রথমে তাঁকে জেরা করতে গিয়ে সমস্যায় পড়েন তদন্তকারীরা। পরে এক তেলুগুভাষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে টিটাগড় থানার পুলিশ জেরায় ধৃত জানান, ঘরের মধ্যে তিনি নিজেই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বার করে বিস্ফোরণ ঘটান। তবে কী কারণে তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। পুলিশের দাবি, বহু সম্পত্তি খোয়া যাওয়ায় ওই ব্যক্তি কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত। কি তোকে জেরা করে এ ঘটনায় আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ছেলের জন্য নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে শাহরুখ

 

advt 19

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...