Monday, November 10, 2025

১০০ কোটি টিকা দিয়ে নজির গড়লেও উৎসবে সতর্ক থাকতে হবে: বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত, তবে সতর্ক হয়ে দীপাবলি পালন করতে হবে- জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, টিকাকরণের (Vaccination) বিশ্বের মধ্যে নজির গড়েছে ভারত। দেশ যে গতিতে ১০০ কোটি টিকা (Vaccine) দেওয়ার লক্ষ্য করেছে, তা প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী বলেন, গত দীপাবলিতে সবাই আতঙ্কে ছিলেন। তবে এবার ১০০ কোটি টিকাকরণে একটা বিশ্বাস রয়েছে। দেশের টিকা সুরক্ষা দিলে, দীপাবলি আরও ভাল ভাবে পালন করা যাবে। অন্য সময়ে যা বিকিকিনি হয়, দীপাবলির সময় তা অনেক বেশি হয়। “তবে আমাদের সতর্ক হতে হবে। বেপরোয়া হওয়া চলবে না। করোনা এখনও চলে যায়নি।সুরক্ষা কবজ থাকলেও যুদ্ধের সময় অস্ত্র রেখে দেওয়া যাবে না। সতর্ক হয়ে উৎসব পালন করতে হবে। তেমন জুতো পরেই বাইরে যাওয়া আমাদের অভ্যেস হয়ে গিয়েছে, তেমনই মাস্ক পরেই বাইরে বেরোনাটা অভ্যাস করে নিতে হবে।” সবাই চেষ্টা করলে, তাড়াতাড়ি করোনাকে (Corona) হারানো যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বড় লক্ষ্য ঠিক করে তা পূরণ করতে জানে দেশ। আশার আলো হিসেবে এসেছে টিকা। আগে বিদেশ থেকে টিক আমদানি করতে হত। এখন ভারতেই তা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে ভারত। এই কৃতিত্ব দেখে ভারতের শক্তির আঁচ পেয়েছে দুনিয়া।
মোদি বলেন, আগে বাইরে থেকে টিকা আমদানি করতে হত। এখন বিশ্বকে টিকা সরবরাহ করছে ভারত। দেশের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গেই বড় চ্যালেঞ্জ ছিল বিপুল জনসংখ্যার দেশ তা সবার কাছে পৌঁছে দেওয়া। তবে, টিকা পৌঁছনোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কাজ করেছে ভারত। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

advt 19

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...