Friday, August 22, 2025

পাহাড়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে স্টিয়ারিং কমিটি গঠন: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পাহাড়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার স্টিয়ারিং কমিটি তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার পাহাড়েও শিল্পায়ন হবে। হবে জিটিএ-র ভোট। কার্শিয়ঙেয়ের প্রশাসনিক বৈঠক জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, পাহাড়ে বিভাজনের রাজনীতি কোনওভাবেই বরদাস্ত করব না। গৌতম দেব (Goutam Dev), অনীক থাপা (Anik Thapa), রোশন গিরিকে (Roshan Giri) রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, ডাব্লিউবিআইডিসির রাজেশ সিনহা, বন দফতরের সচিব, জিটিএ-র (Gta) প্রতিনিধি এবং উত্তরবঙ্গের চেম্বার অফ কমার্সকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকেই একটি স্টিয়ারিং কমিটি তৈরি করে দিয়েছেন। কোন পথে কীভাবে সবদিক বজায় রেখে পাহাড়ের স্থায়ী সমাধান করা যায়, তার একটি রূপরেখা তৈরি করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, কালীপুজো, ছটপুজো মিটে গেলে তিনি আবার পাহাড়ে আসবেন।

পাহাড় ভাগের গেরুয়া চক্রান্তকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল ভোটের সময় পাহাড়ে আসে, আর দার্জিলিংকে আলাদা রাজ্য করে দেব বলে ভোট নিয়ে চলে যায়। এদের লক্ষ্য পাহাড়ের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। এই বহিরাগতদের জন্যই পাহাড়ে অশান্তি হয়। সব ধ্বংস হয়ে যায়। আবার নতুন করে সব শুরু করতে হয়। বারবার এ জিনিস চলতে পারে না। পাহাড়ের স্থায়ী সমাধানই একমাত্র পথ। এবার সেটাই লক্ষ্য।

বৈঠকে উপস্থিত অনীক থাপা, রোশন গিরি সহ পাহাড়ের প্রতিনিধিদের বলেন, “তোমরা ভূমিপুত্র। তোমরাই বলো কোন পথে পাহাড়ের স্থায়ী সমাধান হতে পারে?” অনীক থাপা ও রোশন গিরি জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে জিটিএ ও পঞ্চায়েত নির্বাচন হয়নি। এছাড়াও তাঁরা পাহাড়ের জন্য আঞ্চলিক এসএসসি তৈরির কথা বলেন, যাতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের পরীক্ষা সহ এই সংক্রান্ত বাকি কাজ করতে সুবিধে হয়। দুজনেই জানান তাঁরা জিটিএ নির্বাচনের পক্ষে। মুখ্যমন্ত্রী বলেন, জিটিএ নির্বাচন হবে। তবে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই কাজ শেষ হলে জিটিএ নির্বাচন করা যেতে পারে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন করেন এবার উন্নয়নের রাজনীতি হবে। “আমরা অশান্তির পক্ষে নই শান্তির পক্ষে।” মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং ও মিরিকের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে প্রশাসনিক সাহায্য ও আর্থিক বরাদ্দ করেছে, সেই কাজ চলছে।

আরও পড়ুন- সংক্রমণের লাগাম টানতে রাজপুর-সোনারপুরে তিনদিন কার্যত ‘লকডাউন’

 

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...