Saturday, August 23, 2025

পাহাড়ি পথে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, চায়ের আড্ডায় শুনলেন গান

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে কিছুটা হালকা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। বুধবার সকালে কার্শিয়াংয়ের (Kurseong) পাহাড়ি পথে হেঁটে ঘোরেন মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এমনকী, রাস্তার ধারের চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দেন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিল মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান। রাস্তার পাশের দোকান থেকে কেনাকাটাও করেন মুখ্যমন্ত্রী।

চারদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ি পৌঁছেই একের পর এক সভা করেন তিনি। মুখোমুখি হন সংবাদমাধ্যমের। মঙ্গলবার, কার্শিয়ঙের প্রশাসনিক বৈঠক থেকে দার্জিলিং সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। সেরেছেন তিনি। সেখানেই সার্কিট হাউজে রাতে থেকে সকালে হাঁটতে বেরিয়ে পড়েন মমতা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। প্রায় ৬ কিলোমিটার রাস্তা হেঁটে যান মহানদী ভিউ পয়েন্ট গিদ্দায়।

সকালে পাহাড়ি রাস্তায় মুখ্যমন্ত্রীকে সামনে দেখে অবাক স্থানীয়রা। বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন তৃণমূল সুপ্রিমো। এদিনও তার ব্যতিক্রম হয়নি। রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মমতা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে আদরও করেন। এরপর মহানদী পয়েন্টে একটি চায়ের দোকানের সামনে বসে চা খান। দোকান মালিকের সঙ্গে কথা বলেন। সেই আড্ডায় যোগ দেন ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ওই রকম পরিবেশে তাঁকে গান গাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। গান শোনান ইন্দ্রনীল। পরে একটি দোকান থেকে দুজোড়া জুতো কেনেন মমতা। মুখ্যমন্ত্রীর একেবারে নিকটাত্মীয়ের মতো আচরণে আপ্লুত পাহাড়ের বাসিন্দারা।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...