Friday, August 22, 2025

ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দায় বিশ্ব হিন্দু পরিষদের, দাবি মানিকের

Date:

Share post:

সম্প্রতি একদল দুষ্কৃতী ত্রিপুরার পানিসাগর এলাকার মসজিদে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে সংখ্যালঘু এলাকায় একাধিক দোকান ও বাড়িতেও তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার পর বিপ্লব দেব সরকারের কোনও হেলদোল নেই। ত্রিপুরা পুলিশের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়লেও এখনও পর্যন্ত একজন অভিযুক্ত গ্রেফতার হয়নি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা মানিক সরকার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার জন্য মানিকবাবু সরাসরি বিশ্ব হিন্দু পরিষদের উপর দোষ চাপিয়েছেন। একই সঙ্গে।পানিসাগরে ঘটনায় যাতে রাজ্যের সম্প্রীতি ক্ষুণ্ন না হয়, তা নিয়ে প্রশাসনকে সতর্ক করেছেন সিপিএম নেতা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিক সরকার বলেন, ” সম্প্রতি দুর্গাপূজার সময় বাংলাদেশের অভ্যন্তরে কিছু উষ্কানীমূলক মূলক নিন্দনীয় ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে কিছু দাবিকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। আর বিশ্ব হিন্দু পরিষদের এই প্রতিবাদ কর্মসূচির নামে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে প্ররোচনা জুগিয়ে কিছু কিছু জায়গায় সম্প্রীতি ক্ষুন্ন করা হয়েছে। উত্তর জেলার পানিসাগরের চামটিলা এলাকার নিন্দনীয় ঘটনা তার প্রমান।”

এরপর মানিক সরকার বলেন, “ত্রিপুরায় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন সুপ্রাচীন। এই ভাবধারা যাতে নষ্ট না হয় তার জন্য দলমত নির্বিশেষে সম্প্রীতি রক্ষায় সুদৃঢ় ভূমিকা নিতে হবে।”

রাজ্যের বিরোধী দলনেতা এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার আর্জি জানান। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, “আমরা এলাকায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছি। তবে অপ্রীতিকর আর কোনও ঘটনার খবর নেই। পানিসাগর, ধর্মনগরে মহকুমায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে উত্তর ত্রিপুরার বিভিন্ন সংবেদনশীল এলাকায় ইতিমধ্যেই শান্তি বৈঠক করছে স্থানীয় প্রশাসন, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন- ১ নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ, নির্ভুল তালিকা প্রকাশের দাবি তৃণমূলের

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...