রবিবার টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে খেলতে নামছে ভারত ( India)। তার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়াকে। সমুদ্র সৈকতে ভলিবলে মাতলেন বিরাট কোহলি ( Virat kohli), রোহিত শর্মারা ( Rohit Sharma)। সেই ভিডিও পোস্ট করে বিসিসিআই (Bcci)।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই লজ্জার হার হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। রবিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছেন বিরাট কোহলিরা। সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে বিরাট বাহিনীকে। যদিও কঠিন ম্যাচের আগে ফুরফুরে ভারতীয় শিবির। সৈকতে ভলিবল খেলল পুরো দল। সেখানে যোগ দেন মেন্টর মহেন্দ্র সিং ধোনিও।
বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভলিবলে মজে পুরো দল। লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, বিরাটদের সঙ্গে সেখানে রয়েছেন ধোনি। তিনিও উপভোগ করছেন ভলিবল। দেড় মিনিটের ভিডিয়ো প্রকাশ করে তার ক্যাপশনে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়, “কঠিন অনুশীলনের পরে ভারতীয় দলের দিন শেষ হল সৈকতে ভলিবল খেলে।”

A game of beach volleyball as #TeamIndia unwinds in their day off! 👍 👌#T20WorldCup pic.twitter.com/3JXOL17Rr3
— BCCI (@BCCI) October 29, 2021
আরও পড়ুন:আফগানিস্তান ম্যাচে রেকর্ড গড়লেন বাবর, টপকে গেলেন বিরাট কোহলিকে
