Monday, August 25, 2025

ঝটিকা সফরে গোয়ায় রাহুল: জ্বালানি তেল নিয়ে বিজেপিকে তোপ, সাক্ষাৎ মৎস্যজীবীদের সঙ্গে

Date:

Share post:

আর কয়েক মাস পর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে সরগরম হয়ে উঠেছে গোয়া রাজনীতি। সম্প্রতি গোয়া সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সফরকালেই গোয়ার(Goa) মাটিতে পা রাখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। নির্বাচন মুখর এই রাজ্যে পা রেখেই শনিবার চাঁচাছোলা ভাষায় তিনি আক্রমণ শানান বিজেপিকে। পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে সেখানকার স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

এদিন গোয়ায় পা রেখে বিজেপিকে তোপ দাগেন রাহুল গান্ধী। দেশে পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, “আন্তর্জাতি বাজারে যেখানে পেট্রোল-ডিজেলের দাম কমছে। সেখানে বেশি মাত্রায় কর বসিয়ে নিজের কোষাগার ভরার জন্য পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে মোদী সরকার।” শুধু তাই নয়, মৎস্যজীবীদের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের নিয়ে কংগ্রেসের পরিকল্পনার কথা জানান রাহুল। একইসঙ্গে রাহুল গান্ধী বলেন, “আমরা কিছুতেই গোয়াকে দূষিত পরিবেশ হতে দেব না। পরিবেশ আমাদের কাছে সবচেয়ে আগে গুরুত্বের। আমরা গোয়াকে কোল হাব বানানোর বিরোধিতা করব।”

আরও পড়ুন:দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের

যদিও রাহুলের এই ঝটিকা সফরের পেছনে অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। গোয়াতে এই মুহুর্তে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে গোয়ায় দুই শীর্ষ রাজনৈতিক দলের নেতার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি কংগ্রেস ছেড়ে একাধিক নেতা যোগ দিয়েছেন তৃনমূলে। ভোটের আগে দলের শক্তিক্ষয় সামলাতে এবং দলবদল রুখতেই রাহুল গান্ধীর এই গোয়া সফর বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...