বিতর্ক কাটিয়ে দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ( South Africa) উইকেটরক্ষক কুইন্টন ডি’কক (Quinton De Kock)। শনিবার শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে ম্যাচে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদও জানালেন গোটা দলের সঙ্গে।

United against racism 👊
Quinton de Kock joins his South African teammates in taking a knee ahead of today's match.#T20WorldCup | #SAvSL https://t.co/4BTlprC8KB
— ICC (@ICC) October 30, 2021
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে প্রত্যেক ক্রিকেটারকে হাঁটু মুড়ে বসার নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিক বোর্ড। সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দল থেকে নাম তুলে নেন ডি’কক। যা নিয়ে তীব্র বিতর্কও হয়। তবে পরে এক বিবৃতিতে জানান, তিনি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করার ধরনে বিরক্ত নন। কিন্তু আচমকা যে ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তাঁর ভাল লাগেনি।

এদিকে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট জিতল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা শামসি।

আরও পড়ুন:সুনীল গাভাস্কর এবং দিলীপ বেঙ্গসরকারকে সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
