কয়েক দিন পরেই কালীপুজো। দুর্গাপুজোর মতো কালীপুজোর প্রতিমা বিসর্জনের সময়সীমাও বেধে দিল রাজ্য সরকার।বৃহস্পতিবার কালীপুজোর পরেই ১৩ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। সেই পুজোরও প্রতিমা বিসর্জনের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কোভিড বিধি মেনে আজ থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন

এরই পাশাপাশি, পুজোর সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য জুড়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনকে। শনিবার এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়?
শনিবারের নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে কালীপুজোর প্রতিমা বিসর্জন করতে হবে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে ১৪ ও ১৫ নভেম্বরের মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। আলোর উৎসবে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ জোর দেওয় হয়েছে। এমনকি বিভেদকামী শক্তি-সহ জঙ্গিগোষ্ঠীর ঝুঁকি এড়াতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে। নিরাপত্তার প্রয়োজনে বড় বড় পুজো মণ্ডপে সিসিটিভি-র নজরদারি চালানোর পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে স্থানীয় স্তরে কমিটি গঠন করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনের করতে বলা হয়েছে। এ বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপাররা ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন বলে পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।
