Friday, August 22, 2025

শান্তিশৃঙ্খলা রুখতে কালীপুজোয় অটোয় চেপে নজরদারি চালাবে পুলিশ

Date:

Share post:

আগামী বৃহস্পতিবার কালীপুজো। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসর্জনের দিনও। ৫ নভেম্বর থেকে ৭ তারিখ বিসর্জনের দিন। শহরে মোট সর্বজনীন কালীপুজো হচ্ছে মোট ৩,২৬০টি।

কালীপুজোয় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে কোনওরকম বেয়াদপি যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় এর জন্য ৪ নভেম্বর থেকে পুলিশ মোতায়েন করা হবে। বিসর্জনের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন করা হবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে প্রতিমার গয়না পাহারার জন্য বাড়তি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার ৪টি থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ জন ডিসি ও ৩ সহকারি কমিশনার। বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কিনা নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে।

কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। গলি রাস্তাগুলিতে অটোয় করে টহল দেবে পুলিশবাহিনী। বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহর জুড়ে। বাজি ফাটানো রুখতে প্রত্যেক ডিভিশনে স্পেশ্যাল ফোর্স মোতায়েন থাকবে। হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারি করতে থাকবে আলাদা পুলিশবাহিনী। সঙ্গে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্সও থাকবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! এবার বাড়ি-বাড়ি গিয়ে টিকা দেওয়ার নির্দেশ রাজ্যের

 

spot_img

Related articles

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...