Sunday, November 9, 2025

কংগ্রেস আপস করে, আমরা করি না: কালীপুজোর উদ্বোধনে গিয়ে তোপ মমতার

Date:

Share post:

গোয়ার পরে কলকাতা- ফের কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আপসের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, মধ্য কলকাতার বিভিন্ন সর্বজনীন কালীপুজোর উদ্বোধন করেন মমতা। জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে কংগ্রেসকে বিঁধলেন তিনি। তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেন, ‘‘কংগ্রেস আপস করে, আমরা করি না। আমরা মরে গেলেও বিজেপি-কে শক্তিশালী হতে দেব না।’’ তিনি স্পষ্ট বলেন, রাজ্যে তৃণমূলের বিরোধিতা করছে কংগ্রেস। অথচ বাইরে সমঝোতা করতে চাইছে। এক্ষেত্রে কখনোই কংগ্রেসকে সমর্থন করবে না জোড়া ফুল শিবির। মমতা বলেন, ‘‘কংগ্রেস শেষ পর্যন্ত আমাদের সঙ্গে লড়াই করে প্রতিটি আসনে। তার পরেও কী করে আশা করে যে আমরা অন্য জায়গায় কংগ্রেসকে সমর্থন করব? নীতি সব সময় একই হয়। আমরাও তো কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করতাম, ছেড়ে দিয়ে এসেছিলাম। কেন? কারণ ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। মানুষের সঙ্গেও প্রতারণা করেছিল।” এরপরে তৃণমূল সুপ্রিমো বলেন, তাঁরা সিদ্ধান্ত নিতে পারে, কংগ্রেস পারে না।

কালীপুজোর উদ্বোধনের মধ্য থেকে কংগ্রেসের পাশাপাশি বিজেপি-কেও আক্রমণ করেন মমতা। গোয়া সফরে তাঁকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যেখানেই যাই, ওরা বিক্ষোভ দেখায়। অথচ এক জন কংগ্রেস নেতা ১০০ গাড়ির কনভয় নিয়ে গেল, কই ওদের তো কালো পতাকা দেখানো হল না। শুধু আমার পোস্টারে কালি মাখানো হল। আমি বলছি, তোমরা আমাকে কালো করে দিতে পারো, তোমার হাতে রং-তুলি আছে তাই।আগামী দিনে সাধারণ মানুষ ভোটে তোমাকে ব্ল্যাকলিস্ট করে বিদায় দেবে।’’

আরও পড়ুন:বিধানসভায় নীরবতা পালনের সময় ফের বাজল বিধায়কদের ফোন! ক্ষোভ প্রকাশ অধ্যক্ষের

মমতা প্রশ্ন তোলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস কোনও লড়াই করেছে? “কংগ্রেস আপস করে, আমরা করি না” তোপ দাগেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায় স্বর্ণকমল সাহা।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...