দেশজুড়ে প্রবলভাবে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ডেঙ্গু। করোনা আবহের মধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে রীতিমতো চিন্তায় ফেলেছে ডেঙ্গু। রাজধানী দিল্লিতে তো বটেই মশাবাহিত এই রোগের প্রকোপ বেড়েছে বেশ কয়েকটি রাজ্যে। মোট নয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এই নটি রাজ্যে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র। ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল: পাঞ্জাব, হরিয়ানা, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর। এই রাজ্যগুলিতে ডেঙ্গুর সংক্রমণ সাংঘাতিক ভাবে বাড়তে শুরু করেছে। কেন্দ্রের পাঠানো বিশেষজ্ঞ দলগুলি সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে সেখানকার স্বাস্থ্য দফতরগুলিতে জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নির্দেশিকা দেবে। ওই দলে থাকছেন ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’-এর আধিকারিকরা।
