Friday, August 22, 2025

আরতি থেকে মায়ের ভোগ, বাড়ির কালীপুজো একা হাতেই সামলালেন মুখ্যমন্ত্রী, আলোকিত করল নবনীড়

Date:

Share post:

দীপাবলী ও কালীপুজো মানেই বাঙালির আলোর উৎসব। আর দীপান্বিতা অমাবস্যায় চলছে কালীপুজো। প্রতি বছরের মতো এবারও নিজের কালীঘাটের বাড়িতে মায়ের আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে সাজসাজ রব। পুজোর আয়োজনে সকাল থেকে ব্যস্ত ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাঁচটি বাড়ির মহিলাদের মতো পুজোর আয়োজন নিজের হাতে করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। প্রদীপ জ্বালানো থেকে মায়ের ভোগ রান্না, সবেতেই হাত লাগালেন মুখ্যমন্ত্রী। পুজোর আয়োজনে সমস্ত খুঁটিনাটিতেই তাঁর নজর।

কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের জন্য অবারিত দ্বার। করোনা আবহে অবশ্য বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। তবে সাধারণের জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছাড়। পুজো দেওয়া থেকে শুরু করে মায়ের দর্শন, যে কেউ যেতে পারেন কিছু বিধি-নিষেধ মেনে। সকলকে নিয়ে অঞ্জলি দিতে দেখা যায় তাঁকে।

এদিব রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন গান গাইলেন। মুখ্যমন্ত্রীর প্রদীপ জ্বালিয়ে আরতির সময় তাঁকে ‘আগুনের পরশমনি’ গানটি গাইতেও শোনা যায়। মুখ্যমন্ত্রীর এই পুজোয় নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরা আমন্ত্রিত ছিলেন। বিশেষ বাসে নবনীড়ের ৩৪ জন আবাসিক মুখ্যমন্ত্রীর বাড়িয়ে পুজোয় এসে মুগ্ধ। প্রবীণদের পুজো দেখার জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে। সেদিকেও তদারকি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে, এদিন কালীঘাটে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাও।

কালী মূর্তির পাশেই রাখা মমতার প্রয়াত ভাইয়ের ছবি। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে মমতার মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

অন্যদিকে, দলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ থেকে শুরু করে পুলিশ কর্তা-আমলা-সেলিব্রিটিরাও আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়।

আরও পড়ুন- সরকারি টাকায় কবরস্থানের পরিবর্তে এখন মন্দির তৈরি হয়: উন্নয়ন ফিকে, হিন্দুত্বই অস্ত্র যোগীর

 

spot_img

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...