দীপাবলির ভর সন্ধেয় মল্লিক বাজারের বহুতলে আগুন

প্রতীকী ছবি

দীপাবলির দিনেই খারাপ খবর। ভর সন্ধেয় কলকাতার মল্লিক বাজারের ম্যাকলয়েড স্ট্রিটের আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কালীপুজোর দিন আগুন লাগায় আতঙ্কিত স্থানীয়রা। আগুন লাগার সঠিক কারন এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের অনুমান ছাদে বাজি বা মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। আগুন কীভাবে লাগল সেই বিষয়ে তদন্ত চলছে।

দমকল সূত্রে খবর, সন্ধে ৭টার আগে ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলের ছাদে আগুন লাগার খবর পেয়ে সেছানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের পাশাপাশি সতর্ক হয়ে ওঠে সিইএসসিও। এলাকার বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখা হয়।

 

 

Previous articleসরকারি টাকায় কবরস্থানের পরিবর্তে এখন মন্দির তৈরি হয়: উন্নয়ন ফিকে, হিন্দুত্বই অস্ত্র যোগীর
Next articleআরতি থেকে মায়ের ভোগ, বাড়ির কালীপুজো একা হাতেই সামলালেন মুখ্যমন্ত্রী, আলোকিত করল নবনীড়