মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের( subrata mukherjee) মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মোহনবাগান ( Mohunbagan) ক্লাবের। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানানো হয় সুব্রত মুখোপাধ্যায়কে। ক্লাবের পতাকা অর্ধনমিত করে রাখা হয়।

এদিন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে যান ক্লাব সচিব সৃঞ্জয় বোস, অর্থসচিব দেবাশিস দত্ত এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। সেখানে সবুজ-মেরুন পতাকায় ঢেকে দেওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ।

এদিকে সুব্রত মুখোপাধ্যায়র মৃত্যুতে শোক জ্ঞাপন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য্যের। এদিন শেষ শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে ময়দানের বাবলুদা বলেন,”আমাকে মোহনবাগানে সই তো সুব্রতদা করিয়েছিলেন। খারাপ ও ভাল সময়ে পাশে ছিলেন। এমন একটা মানুষ চলে যাবেন ভাবনার বাইরে। খুব খারাপ লাগছে। এত অনুপ্রেরণা কারও থেকে পাইনি। আমার খেলোয়াড়ি জীবন মানেই স্মৃতি। আমি ওনার বাড়ি যেতাম। দেখতে পারছিলাম না। খুব কষ্ট লাগছিল। ”

আরও পড়ুন:সৈয়দ মুস্তাক আলিতে জয়ের ধারা অব্যাহত বাংলার, দুই রানে হারাল ক্রুনাল পান্ডিয়ার দলকে
