পথকুকুরদের খাওয়াতে গিয়ে ‘আক্রান্ত ’ মহিলা আইনজীবী। তাঁকে ‘রাস্তায় ফেলে মারধরের’ অভিযোগ স্থানীয়দের যুবকদের বিরুদ্ধে। মহিলা আইনজীবীর অভিযোগ, শনিবার রাতে তিনি যখন দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডের পদ্মপুকুরে খাবার দিতে যান তখন তাঁকে আক্রমণ করেন স্থানীয় বাসিন্দা খোকন সর্দার ও তাঁর সঙ্গীরা। এমনকী তাঁকে খুনের চেষ্টা করা হবে বলেও অভিযোগ আক্রান্ত মহিলার। ইতিমধ্যে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।


অভিযোগকারী মহিলা আইনজীবীর সঙ্গে খোকন সর্দার (Khokon Sardar) গোলমাল বেশ পুরনো। আগেও একাধিকবার খোকনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। তাঁকে খোকন কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ মহিলার। তাঁর অভিযোগ, শনিবার রাতে তিনি যান যখন পথ কুকুরদের খাবার যান তখন তাঁর উপর হামলা চালান খোকন ও তাঁর সঙ্গীরা। তাঁকে চড়-থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দেন তাঁরা। এমনকী, তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও দাবি মহিলার। আগেরবার যখন তিনি খোকন সর্দারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তখন থানা থেকে তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। এদিন তাঁর সঙ্গে পুলিশ ছিল বলেও জানান মহিলা। কিন্তু তারাও কিছু করতে পারেননি বলে অভিযোগ। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনায় পালটা মহিলার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলেন অভিযুক্ত।

আরও পড়ুন- আবারও প্রকাশ্যে যোগীর রাজ্যের চরম দারিদ্র্যের ছবি, প্রদীপের অবশিষ্ট তেল সংগ্রহ করছে দুঃস্থ মানুষ


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

