Monday, August 25, 2025

‘পাপ করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে’, নন্দীগ্রাম দিবসে শুভেন্দুকে আক্রমণ তাপসের

Date:

Share post:

‘পাপ করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে’, নন্দীগ্রাম দিবসে নাম না করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কংগ্রেস (TMC) নেতা তাপস রায়ের (Tapas Roy)। আজ নন্দীগ্রাম দিবস (Nandigram Diwas)। রাজ্যে (West Bengal) তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ভূমি উচ্ছেদ কমিটি ১০ নভেম্বর নন্দীগ্রামে ‘রক্তাক্ত সূর্যোদয়’ -এ শহিদদের কুর্নিশ জানিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারও নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানায়।

বুধবার নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটির তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছিল গোকুলনগরের (Gokulnagar) করপল্লিতে।  স্মরণসভায় উপস্থিত ছিলেন দোলা সেন (Dola Sen), কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায় (Tapas Roy), জয়া দত্ত (Jaya Dutta), অখিল গিরি (Akhil Giri), দেবব্রত মণ্ডল (Debabrata Mondal) সহ আরও নেতারা।

আরও পড়ুন: এবার সিঙ্ঘু সীমান্তে ফের আত্মহত্যা কৃষকের

তাপস রায় (Tapas Roy) বলেন, “এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানো হয়েছে, খুবই পরিতাপের বিষয়। আমি বলব, যারা ভুল করেছেন, ভুল বুঝেছেন তাঁরা ফিরে আসুন। অনেকেই ফিরে এসেছেন।” এরপর নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করে বিধায়ক। বলেন, “ও একা দাঁড়িয়ে থাকুক, জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসুন। যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে।”

২০০৭ সালে পূর্ব মেদিনীপুরের (Midnapore) নন্দীগ্রাম থেকেই শুরু হয়েছিল জমি আন্দোলন। ওই বছর ১৪ মার্চ তৎকালীন বাম সরকারের নির্দেশে আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালিয়েছিল পুলিশ। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জন কৃষকের। কৃষক মৃত্যুর ঘটনার পর বিতর্কের মুখে পড়তে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নন্দীগ্রামের শহিদদের আমরা ভুলছি না, ভুলব না। নন্দীগ্রাম সহ সারা পৃথিবীর সকল শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

 

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...