Friday, August 22, 2025

BJP Rally:পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গেরুয়া শিবিরের

Date:

Share post:

করোনাকালে মিছিলের অনুমতি না পেয়েও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মিছিল করে বিজেপি। আর এই মিছিলকে ঘিরেই পুলিশ এবং গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। ফলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষমেশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে গেরুয়া শিবির।

আরও পড়ুন:Manipur Attack:মণিপুরে সেনা কনভয়ে হামলার যৌথভাবে দায় স্বীকার করল দুটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন

রবিবার সকালে জ্বালানির ভ্যাট কমানোর দাবিতে বারুইপুরের (Baruipur) ফুলতলার বিজেপির কার্যালয় থেকে মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তাই সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড করে বারুইপুর উড়ালপুলের কাছে মিছিলে বাধা দেয় তারা। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। শেষে ব্যারিকেড সরিয়ে পুলিসগের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এরপর পুলিশের কাছে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক। তবে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। এরপর ম্যাটাডোরের উপরে উঠে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, অতিমারি পর্বে মিছিল করার দাবি করলেও আইন অনুযায়ী তা করতে বাধা দিচ্ছে পুলিশ। সেকারণে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। গত সপ্তাহে বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মিছিল করতে গিয়েও পুলিশি বাধার শিকার হন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। এরপর বর্ধমানেও পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির প্রতিবাদ মিছিল। আর এবার বারুইপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...