Monday, May 5, 2025

Delhi Air Pollution : দূষণ রুখতে সম্পূর্ণ লকডাউনে রাজি দিল্লি : আদালতে হলফনামা কেজরিওয়ালের

Date:

Share post:

রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণ নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ লকডাউন (complete lockdown) ঘোষণায় রাজি দিল্লি। সোমবার সুপ্রিম কোর্টে (supreme Court) হলফনামা দিয়ে এ কথা জানাল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal, chief Minister of new delhi )দিল্লি সরকার ।

হলফনামায় দিল্লি সরকার লিখেছে, দূষণের মাত্রা কমাতে সম্পূর্ণ লকডাউনের মতো কড়া সিদ্ধান্ত নিতে পুরোপুরি প্রস্তুত দিল্লি সরকার। তবে এই পদক্ষেপ তখনই সম্পূর্ণভাবে কার্যকরী হবে যখন রাজধানী এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও অর্থাৎ এনসিআর এলাকায় একই নিয়ম কার্যকর করা হবে। কারণ দিল্লির যা আয়তন, তাতে শুধু সেখানে লকডাউন করলে তার প্রভাব কম হবে শুধু নয় বিশেষ ফলপ্রসূও হবে না । হলফনামায় আরো লেখা হয়েছে, ‘কেন্দ্র সরকার কিংবা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে যদি জাতীয় রাজধানী ক্ষেত্র এবং পার্শ্ববর্তী রাজ্যে এমন পদক্ষেপ করতে বলা হয়, তা হলে দিল্লি সরকারও তেমন কড়া পদক্ষেপ করতে রাজি।’ সঙ্গে জানানো হয়েছে প্রকাশ্যে আবর্জনা পোড়ালে জরিমানা করা হবে। যাতে বাসিন্দারা ঘর থেকে না বেরোন, তার জন্য আরও কিছু কড়া নিয়ম জারি করতে চলেছে করছে সরকার।

দিল্লির বাতাসের দূষণ কমাতে সরকার কী কী পদক্ষেপ করছে তা জানাতে বলেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশের পরেই সোমবার এই হলফনামা পেশ করা হল দিল্লি সরকারের পক্ষ থেকে।

 

ইতিমধ্যেই রাজধানীর বাতাসের মাত্রাতিরিক্ত দূষণ নিয়ন্ত্রণ করতে দিল্লিতে সাত দিনের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেইসঙ্গে সকল সরকারি ও বেসরকারি কর্মীদের অফিসে না গিয়ে work-from-home পদ্ধতিতে আপাতত কিছু দিন কাজ চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দিল্লিতে সমস্ত নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাশ টানা হয়েছে পরিবহন ক্ষেত্রেও। গাড়ি চলাচলের সংখ্যায় সরকার কঠোর ভূমিকা পালন করতে চলেছে।

spot_img

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...