Gujrat:বড়সড় সাফল্য! জঙ্গি দমন শাখার হাতে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক, গ্রেফতার ৩

বড়সড় সাফল্যের মুখ দেখল গুজরাটের জঙ্গি দমন শাখা (Gujrat Anti Terrorist Squad)। রবিবার গভীর রাতে গুজরাটের মোরবি জেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি মাদক-সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করল তারা। সরকারি সূত্রের খবর, উদ্ধার হওয়া মাদকের দাম কয়েক কোটি টাকা।

আরও পড়ুন:Manipur: মনিপুরে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল ভারতীয় সেনা

গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের কচ্ছ এলাকার নভলাখি বন্দরের নিকট জিঞ্জুদা গ্রাম থেকে ১২০ কেজি মাদক সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে এটিএফ ও স্থানীয় পুলিশ।এই সাফল্যের প্রশংসা করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সংভি (Harsh Sanghbhi)। টুইটে তিনি বলেন, “গুজরাট পুলিশ আরও একটি কৃতিত্বের নিজের স্থাপন করল। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে গুজরাট পুলিশ সামনে থাকে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে। গুজরাটের জঙ্গি দমন শাখার উদ্ধার করা ১২০ কেজি মাদক তারই প্রমাণ।”

প্রসঙ্গত আজই কলকাতা পুলিশের{(Kolkata Police) দুঁদে গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে ডন নান্টি। তার ছায়াসঙ্গী আবদুল হোসেন ওরফে বিলালকেও গ্রেফতার করেছে পুলিশ। বাগনান থেকে কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

Previous articleBirthday of Birsa Munda : বিরসা-ভগবান প্রবীর ঘোষ রায়ের কলম
Next articleDelhi Air Pollution : দূষণ রুখতে সম্পূর্ণ লকডাউনে রাজি দিল্লি : আদালতে হলফনামা কেজরিওয়ালের