Manipur: মনিপুরে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল ভারতীয় সেনা

টুইট করে এই অস্ত্র ভাণ্ডার উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা

বিশাল অস্ত্র ভাণ্ডারের’ সন্ধান পাওয়া গেল মনিপুরে(Manipur)। গত শনিবার মনিপুরের কাকচিং জেলায় ওয়াবাগাই ইয়ানবি হাই স্কুলের মাঠে এই বিপুল অস্ত্র ভাণ্ডারের খোঁজ পায় ভারতীয় সেনা(Indian Army)।

গোপন সূত্রে খবর পেয়ে, কাকচিং জেলায় ওয়াবাগাই ইয়ানবি হাই স্কুলের মাঠে যৌথ অভিযান চালায় মনিপুর পুলিশ এবং অসম রাইফেলস। এই অভিযানে উদ্ধার করা হয় প্রায় ২০ রাউন্ড m79 গ্রেনেড লঞ্চার। বিপুল পরিমাণ এই অস্ত্র ভান্ডার প্রকাশ্যে আসার পর চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে। কোথা থেকে কারা এই অস্ত্র মজুত করে রেখেছিল এবং কী উদ্দেশ্যে সেটাই এখন ভাবাচ্ছে সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীর তরফের টুইট করে এই অস্ত্রভান্ডারের হদিস পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।

 

Previous articleজোট নয়, উত্তরপ্রদেশে একক ক্ষমতায় নির্বাচন লড়বে কংগ্ৰেস, ঘোষণা প্রিয়াঙ্কার
Next articleBirthday of Birsa Munda : বিরসা-ভগবান প্রবীর ঘোষ রায়ের কলম