Thursday, December 25, 2025

Sonu Sood:রাজনৈতিক কেরিয়ারে পা দিতে চলেছেন সোনু সুদের বোন

Date:

Share post:

রাজনৈতিক জীবনে পা রাখতে চলেছেন অভিনেতা সোনু সুদ(Sonu Sood) । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)সঙ্গে বৈঠকের পর এমনটাই জল্পনা চলছিল রাজনৈতিকমহলে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সোনু সুদ সাফ জানিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই তাঁর নেই।। তবে নির্বাচনে লড়বেন  তাঁর বোন মালবিকা সুদ। যদিও কোন দলের হয়ে  তিনি নির্বাচলে লড়বেন, সেসবই এখন ধোঁয়াশায়। জানা গিয়েছে আসন্ন পাঞ্জাব নির্বাচনে অংশ নিতে চলেছেন সোনুর বোন মালবিকা সুদ। রবিবার পাঞ্জাবের মোগায় একথা জানান অভিনেতা তথা সমাজকর্মী সোনু সুদ।

আরও পড়ুন:Birthday of Birsa Munda : বিরসা-ভগবান প্রবীর ঘোষ রায়ের কলম

এর আগে আপ(AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন সোনু। তখন থেকেই সোনু সুদের রাজনৈতিক কেরিয়ারে প্রবেশের জল্পনা উঠেছিল। এমনকি রাজনৈতিকমহলের একাংশ বলতে শুরু করে, আপ–এ যোগ দেবেন সোনু। মহারাষ্ট্রে(Maharashtra) তাঁর কাঁধেই দায়িত্ব চাপাতে চান কেজরিওয়াল। কিন্তু এরপরই কেজরিওয়াল জানিয়ে দেন, দিল্লির স্কুল পড়ুয়াদের জন্য প্রকল্প ‘দেশ কা মেন্টর’-এর ব্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন সোনু সুদ।সেজন্যই একটি বৈঠক করেন দু’জনে।

রবিবার এক সাংবাদিক বৈঠকে সোনু সুদ জানান, রজনৈতিক ময়দানে নামার কোনও ইচ্ছা নেই তাঁর। কিন্তু, তাঁর পরিবার পাঞ্জাবের (Punjab)মানুষের পাশে দাঁড়াতে চায়। অভিনেতা জানিয়েছেন, প্রশাসনিক স্তর থেকে সাধারণকে সাহায্য করতে চায়। আর পরিবারের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য রাজনীতি করতে চলেছেন মালবিকা।এদিন সোনু বলেন, ‘আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে রাজি আছি। যে মঞ্চে কাঁদা ছোঁড়াছুঁড়ি নেই এবং ভাব প্রকাশের স্বাধীনতা আছে, সেই মঞ্চে আমি উপস্থিত থাকতে রাজি। রাজনৈতিক বা অরাজনৈতিক দু’ ক্ষেত্রেই এই দুই শর্তসাপেক্ষে থাকব।’

spot_img

Related articles

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...