Thursday, November 13, 2025

Schools Reopening in West Bengal: কাল থেকেই খুলছে স্কুল, অবশ্যই যে নিয়মগুলি মানতে হবে…

Date:

Share post:

সতর্কতা মেনে মঙ্গলবার থেকেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। রাজ্যে খুলে যাচ্ছে স্কুল (Schools Reopening in West Bengal)। ক্লাসঘরগুলিতে করা হয়েছে স্যানিটাইজ। দূরত্ববিধি বজায় রাখতে মেঝেতে গোল দাগ এবং বেঞ্চেও মার্কিং। স্কুলের বাইরে যাতে আবর্জনা না জমে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। ছাত্রছাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে প্রশাসন জানিয়েছে। করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই স্কুল খোলার (Schools Reopening in West Bengal) কারণে যে নিয়ম গুলি অবশ্যই মেনে চলতে হবে…

রাজ্য সরকার (West Bengal Government) বিজ্ঞপ্তিতে জানিয়েছে–

  • ক্লাস শুরুর ৩০ মিনিট আগে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।
  • নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।
  • দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।
  • স্কুল কলেজ খোলার আগে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়। ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কারের কাজ শুরু করে দিতে হবে।
  • পয়লা নভেম্বর থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের।
  • পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
  • কোভিড বিধি মেনে হস্টেল খোলা যেতে পারে। স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।
  • স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র-ছাত্রীই কোনও গয়না পরতে পারবেন না।
  • করোনা বিধি মেনে একটি বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। একটি বেঞ্চে দু’জন বসলে পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।
  • ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে। স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।
  • আপাতত স্কুলে অভিভাবকরা ঢুকতে পারবে না।
  • বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে। স্কুলে পাওয়া যাবে না। স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।
  • স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।
  • পানীয় জল বা বই কোনোটাই দেওয়া নেওয়া যাবে না।
  • শুধুমাত্র স্কুলে নয় কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্যও আলাদা করে নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার করার কাজ শেষ হয়ে গিয়েছে। এবং স্যানিটাইজেশনও সম্পূর্ণ।

আরও পড়ুন-Duare Ration: মঙ্গলবার থেকে রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছবে রেশন, প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী

প্রায় ২০ মাস পরে ছোট ছোট পড়ুয়াদের স্কুলে ফেরাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের শিক্ষা দফতর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল খোলার প্রথম দিন স্কুল গেটে পড়ুয়াদের ফুল এবং পেন দিয়ে স্বাগত জানানো হবে। এই উদ্যোগ সংক্রান্ত নির্দেশ শুক্রবার পৌঁছে গিয়েছে শিক্ষা দফতরে। তারপর থেকেই তোড়জোড় শুরু হয়েছে পেন এবং ফুল কেনার।

spot_img

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...