Sunday, August 24, 2025

ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের

Date:

Share post:

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার। এই সেরা দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত হয়েছেন তিনজন। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে দু’জন করে। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে।সোমবার এই দল ঘোষণা করেছে আইসিসি।

পাকিস্তানের বাবর আজমকে সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ইয়ান বিশপ, শেন ওয়াটসনের মতো প্রাক্তন ক্রিকেট তারকা এবং ধারাভাষ্যকার ও বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকদের প্যানেল এই দল বেছে নিয়েছেন।
এই দলে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও জস বাটলারকে। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক বাবর। চার ও পাঁচে যথাক্রমে চারিথ আসালেঙ্কা ও এইডেন মার্করাম। ছয়ে মইন আলি। সাতে ওয়ানেন্দু হাসারাঙ্গা। এছাড়া অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিখ নর্তজে নির্বাচিত হয়েছেন। দ্বাদশ ব্যক্তি বাঁ হাতি পাক পেসার শাহিন আফ্রিদি।
প্রসঙ্গত, মোট ৩০৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়ার্নার। তাঁর মোট রান ২৮৯। তালিকার তিন নম্বরে রয়েছেন বাটলার। তিনি করেছেন ২৬৯ রান।

নির্বাচিত একাদশ : বাবর আজম (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটকিপার), চারিথ আসালেঙ্কা, এইডেন মার্করাম, মইন আলি, ওয়ানেন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট ও আনরিখ নর্তজে। দ্বাদশ ব্যক্তি শাহিন আফ্রিদি।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...