Tuesday, November 11, 2025

Assam: গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের ৬ দেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

Share post:

গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের উড়বে আন্তর্জাতিক বিমান। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দলই আন্তর্জাতিক বিমানবন্দর ( Lokpriya Gopinath Bordoloi International Airport) থেকে ছ’টি দেশের বিমান চলাচল শুরু হবে। থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ঢাকা Yangon, কাঠমান্ডু এবং কুয়ালালামপুরের বিমান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের এই বিমানবন্দর থেকে আগেও এই সব দেশে যাওয়ার বিমান পাওয়া যেত। কেন্দ্রের UDAN স্কিমে এই বিমানগুলি চলত।কোভিড-১৯-এর কারণে সেগুলি বন্ধ রাখা হয়েছিল।

অসমের পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন, ‘এখন উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্য থেকেই আন্তর্জাতিক বিমান চলাচল করে না। করোনার কারণে যাত্রী কমে যায়। এর ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। তাই ওই বিমানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। খুব তাড়াতাড়ি আবার গুয়াহাটি থেকে আন্তর্জাতিক বিমানগুলি চালু করা হবে। যাত্রী কম হলেও সেগুলি আর বন্ধ করা হবে না। যে সব আসন ফাঁকা পড়ে থাকবে তার টাকা ‘Viability Gap Funding’-র মাধ্যমে দেওয়া হবে। এই টাকার ৯০ শতাংশ দেবে কেন্দ্র এবং বাকি ১০% দেবে রাজ্য সরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এই নিয়ে ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের ১০০ কোটি টাকা দেব বলেও জানিয়েছি। ইতিমধ্যেই উড়ান প্রকল্পে আমরা ১০ কোটি ৯০ লাখ টাকা দিয়ে দিয়েছি।’

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে গুয়াহাটি-ব্যাংকক রুটের বিমান চালু হয়। কিন্ত গত বছর জানুয়ারি মাসে তা বন্ধ হয়ে যায়। গত বছর জুলাই মাসে গুয়াহাটি থেকে ঢাকা বিমান চালু হয়। কিন্তু মাত্র ২ মাস পরেই সেটা বন্ধ করে দেওয়া হয়। করোনা অতিমারির জেরে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় গুয়াহাটি-সিঙ্গাপুর রুটের বিমান।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, আগরতলা এবং ইম্ফল থেকেও আন্তর্জাতিক বিমান চলার সুযোগ আছে। আগরতলা বিমানবন্দরে নতুন টার্মিনাল করা হচ্ছে। এই টার্মিনাল আগামী মাসে উদ্বোধন হতে পারে। তারপরেই আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উন্নীত করার কাজ শুরু হবে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...