Sunday, May 18, 2025

Ulltodanga flyover maintenance: রক্ষণাবেক্ষণের জন্য টানা চার দিন বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

Date:

Share post:

জরুরি রক্ষণাবেক্ষণ (Ulltodanga flyover maintenance) প্রয়োজন। তাই টানা চার দিন বন্ধ রাখা হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল। তবে সবটা নয় শুধুমাত্র উল্টোডাঙা উড়ালপুলের কলকাতামুখী লেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে উড়ালপুলটির স্বাস্থ্যপরীক্ষা হবে। কোথায় কতটা কী মেরামতির প্রয়োজন তা খতিয়ে দেখা হবে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে । এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা -হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নিচে দিয়ে। কাজের দিনে সপ্তাহের মাঝখানে এভাবে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পথ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তি শিকার।

এদিকে কেএমডিএ-র তরফে জানানো হয়েছে শুধু উল্টোডাঙা উড়ালপুলের নয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এ খুব শীঘ্রই মহানগরের (Kolkata) আরো পাঁচটি ব্যস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । খতিয়ে দেখা হবে তাদের ভারবহন ক্ষমতা। তার জন্য নভেম্বরের শেষ থেকে ধাপে ধাপে বন্ধ করা হবে উড়ালপুলগুলি (Flyover)। পাঁচটি উড়ালপুল হলো পার্কস্ট্রিট , আচার্য জগদীশচন্দ্র বসু রোড, গড়িয়াহাট, চিৎপুর লকগেট ও নাগেরবাজার উড়ালপুল। মঙ্গলবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স -এর অফিসে লালবাজারের পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা।

বৈঠকে আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে পাঁচটি উড়ালপুল বন্ধ রাখলে যানজটে চূড়ান্ত হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। ধাপে ধাপে বন্ধ থাকলেও ট্র্যাফিক সামলানো যাবে কীভাবে? লালবাজারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র থেকে রবিবার পর্যন্ত আড়াই দিন বন্ধ রেখে উড়ালপুলগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা যেতে পারে । শুধুমাত্র আচার্য জগদীশচন্দ্র বসু রোড ফ্লাইওভারটি অত্যন্ত ব্যস্ত বলে সেটিকে টানা বন্ধ রাখা যাবে না। প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে ৮ ঘণ্টা করে বন্ধ রেখে তার প্রয়োজনীয় মেরামতির কাজ সারতে হবে।

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...