Tuesday, August 26, 2025

New Zealand: নিয়মরক্ষার ম‍্যাচে জয় চাইছেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি

Date:

Share post:

রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড( India-New Zealand) তৃতীয় টি-২০( T-20 ) ম‍্যাচে খেলতে নামছে ভারত। সিরিজ জয় রাঁচিতে হয়ে গিয়েছে ভারতের। রবিবার ইডেনে যে নিয়মরক্ষার ম‍্যাচ তা ভালই জানে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজে হোয়াইটওয়াশ নয়, বরং কিছুটা মাথা তুলে ইডেন ছাড়তে চান কিউয়ি অধিনায়ক টিম সাউদি।

বিশ্বকাপ ফাইনালে খেলার ২৪ ঘন্টার মধ্যে ভারতে ঢুকে পড়তে হয়েছিল তাঁদের। জয়পুর, রাঁচি ঘুরে এবার কলকাতা। কাগজে-কলমে ইডেন ম্যাচের গুরুত্ব নেই। সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে রাঁচিতে। ২-০-তে এগিয়ে ভারত। ইডেনে জিতলে সেটা ৩-০ হবে। হারলে ১-২। এতে সিরিজের ভাগ্য বদলাবে না। কিন্তু ০-২ হারের খোঁচা নিয়ে শনিবার দুপুরে কলকাতায় এসেছে কিউয়িরা। কেন উইলিয়ামসন সিরিজের আগে বিশ্রামে চলে যাওয়ায় সিরিজে কিউয়িদের নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি। যিনি সিরিজ হারের দায় চাপিয়ে দিয়েছেন দৌড়-ঝাঁপের সফরসূচির উপর। একদিন বাদে বাদে ম্যাচ খেলতে হচ্ছে দুটি দলকে। রাঁচিতে ম্যাচের পর সাউদি বলেছেন, ‘‘টি-২০ বিশ্বকাপের পর এই সফর। যেভাবে এই পরিবেশে মানিয়ে নেওয়ার দরকার ছিল, সেটা পারিনি।” রাতের শিশির নিয়ে প্রচুর কথা হচ্ছে। সাউদি বলেন, ‘‘প্রচুর শিশির পড়েছে। যাতে ভুগতে হয়েছে দুটি দলকেই। আমরা ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে। ওরা সব বিভাগে হারিয়েছে।” জানান সাউদি।

সাউদি বলেন, তাড়াতাড়ি ক’টা উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কিউয়ি স্পিনাররা শিশিরের জন্য বলের গ্রিপ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তবে সাউদি মেনে নিয়েছেন, ভারত অনেক ভাল খেলেছে। কলকাতা ম্যাচ ডেড রাবার-এ পরিণত হলেও সাউদি জানিয়েছেন, তাঁরা মাথা উঁচু রেখে ইডেনে ম্যাচ শেষ করতে চান। তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য হল শেষ ম্যাচে ধাক্কা দেওয়া। এটা আমাদের কাছে দেশের হয়ে খেলার আর একটা সুযোগ। সুতরাং বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই।” তাঁর আশা, ইডেনে ভাল খেলে মাঠ ছাড়তে পারবেন।

আরও পড়ুন:India-New Zealand: ইডেনে নিয়মরক্ষার ম‍্যাচে সুযোগ পেতে পারের এই তরুণ ক্রিকেটার

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...