Saturday, August 23, 2025

টিকার দুটো ডোজ নেওয়া, বিয়ের আগে পাত্রীর করোনা রিপোর্ট এল পজিটিভ!

Date:

Share post:

টিকার দুটো ডোজ নেওয়া৷ তারপরও বিয়ের আগে পাত্রীর করোনা রিপোর্ট এল পজিটিভ৷ তাই প্রশাসনের নির্দেশে পূর্ব বর্ধমানের ভাতারের ওই তরুণীর বিয়ে ভেস্তে গেল৷
প্রশাসনের দাবি, ওই তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল৷

আরও পড়ুন-  Cricket:ইডেনে সুপার সানডে ম্যাচ, নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, বন্ধ বহু রাস্তা

কিন্তু এর পরেও মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তুতি চালিয়ে যাওয়া হচ্ছিল৷ তাই শুক্রবার রাতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে তরুণীর বাড়ি গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন বিডিও অরুণ কুমার৷ এদিকে প্রশাসনের নির্দেশে ফাঁপড়ে পড়েছে মেয়ের পরিবার৷
আচমকা এভাবে বিয়ে বন্ধের নির্দেশে এখন চরম হতাশায় ভুগছে মেয়ের পরিবার৷
আজ রবিবার ছিল ওই তরুণীর বিয়ে৷ তিনি জানিয়েছেন, বিয়ের আগে করোনার দুটি ভ্যাকসিনই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল৷ তার পরেও করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি বিস্মিত হন৷ পুরোপুরি নিশ্চিত হতে তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছিলেন৷ বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ আসে৷ বছর ২৬-এর ওই তরুণী বলেন, ‘মঙ্গলবার দাঁতের স্কেলিং করাতে বর্ধমানের ডেন্টাল হাসপাতালে গিয়েছিলাম৷ সেখানে আমার করোনা পরীক্ষা হয়েছিল৷ পরে জানতে পারি রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু আমার কোনও উপসর্গই ছিল না৷ তার উপর টিকার দুটো ডোজ নেওয়া হয়ে গিয়েছিল৷ তাই রিপোর্ট দেখে ধন্দে পড়ে গিয়েছিলাম৷ ঠিক করি, আবার করোনা পরীক্ষা করাব৷ দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ আসে৷’
এদিকে তরুণীর প্রথমবারের করোনা রিপোর্ট চলে যায় ভাতারের ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক প্রশাসনের কাছে৷ সেই রিপোর্টের ভিত্তিতে প্রশাসন মেয়ের বাড়িকে বিয়ের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেয়৷ তখন মেয়ের বাড়ি থেকে দ্বিতীয় রিপোর্টের কথা জানানো হয়৷ তরুণীর বাবা প্রশাসনের কাছে বিয়ে বাতিল না করার অনুরোধ করেন৷

কিন্তু কোনওরকম ঝুঁকি না নিয়ে ‘করোনা পজিটিভ’ পাত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন ব্লকের স্বাস্থ্য কর্তারা৷

শুক্রবার দুপুরে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা তরুণীর বাড়ি গিয়ে বিয়ের অনুষ্ঠান করতে নিষেধ করে আসেন৷ কিন্তু মেয়ের বাড়ি রাজি না হওয়ায় সন্ধ্যায় বিডিও অরুণ কুমার গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন৷

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...