Wednesday, July 2, 2025

Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না ত্রিপুরা (Tripura) সরকার। আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল (Tmc)। যার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পুরভোটের গণনার দিন পর্যন্ত নিরাপত্তার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছ, তা ত্রিপুরা সরকারকে দেড় ঘণ্টার মধ্যে জানাতে বললেল বিচারপতি। তৃণমূল অভিযোগ করে, সুপ্রিম কোর্ট নিরাপত্তা রক্ষার নির্দেশ দেওয়া সত্ত্বেও হিংসা থামেনি। এই পরিস্থিতিতে ত্রিপুরায় পুরভোট স্থগিতের আবেদন জানায় জোড়া ফুল শিবির।

সোমবারই তৃণমূলের আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। মঙ্গলবার, শুনানিতে তৃণমূলের আইনজীবী বলেন, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের, পুরভোটের জন্য প্রচার করা সম্ভব হচ্ছে না, দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।

বৃহস্পতিবার, ত্রিপুরায় পুরভোট তার আগেই অশান্ত হয়ে ওঠে রাজ্য। লাগাতার তৃণমূলের প্রার্থী, কর্মী, নেতাদের উপর আক্রমণ করে বিজেপির গুন্ডাবাহিনী। হাস্যকর অজুহাতে গ্রেফতার করা হয় তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে। থানা আক্রমণ করে প্রাণঘাতী হামলা করা হয়েছে তৃণমূল নেতৃত্বের উপর। সোমবার ত্রিপুরায় গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবারও আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার রোবট গ্রহণ থেকে গণনা পর্যন্ত কী ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট ভাবে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আজই তিনটে পঁয়তাল্লিশে।

 

 

spot_img

Related articles

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...

‘কর্পূর’: ছবির স্টার কাস্টের মতোই অভিনব লোগো প্রকাশ

বাংলা ছবির নাম, বিষয় আর স্টার কাস্ট ঘোষণা হতেই তাই নিয়ে প্রবল আলোড়ন টলিউড জুড়ে- এই ঘটনা বোধহয়...

বুধে বিধানসভায় শপথ কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক অলিফা আহমেদের 

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলিফা আহমেদ বুধবার রাজ্য বিধানসভায় শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন...