Thursday, January 15, 2026

Tripura: হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি: সুদীপের বক্তব্যকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জ ব্রাত্য-কুণালের

Date:

Share post:

ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্যকে স্বাগত। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল (Tmc) নেতা ব্রাত্য বসু (Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, সকালে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটান সুদীপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য ও কুণাল।

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, সুদীপ রায় বর্মন যা কথা বলেছেন তাঁকে স্বাগত। এরপর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্রাত্য বলেন, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে (Sudip Ray Barman) বহিষ্কার করে দেখাক বিজেপি।

কুণাল ঘোষ বলেন, “বিজেপির ভিতর থেকে বলছে, এখানে উন্নয়ন নেই, সন্ত্রাস চলছে। এতদিন আমরা যে অভিযোগ করছিলাম যে ত্রিপুরা জঙ্গলরাজ চলছে, এদিন সুদীপ রায় বর্মনের কথায় সেটা স্পষ্ট হয়ে গেল। আমাদের আবেদন আপনারা ভোট দিন। নীরব প্রতিবাদ করুন। চুপচাপ জোড়াফুলে ছাপ দিন।”

ব্রাত্য বসু বলেন, “ত্রিপুরার বিজেপি গুণ্ডাদের দল। আমার তাদের কাছে অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি।” একইসঙ্গে তৃণমূল নেতাদের মতে, সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার রাজ্য নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তীব্র কটাক্ষ করে ব্রাত্য বলেন, ত্রিপুরায় খোকা-খুকুর সরকার চলছে। আর বিজেপির হার্মাদরা সন্ত্রাস চালাচ্ছে।

আরও পড়ুন:Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...