Monday, August 25, 2025

Tripura: হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি: সুদীপের বক্তব্যকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জ ব্রাত্য-কুণালের

Date:

Share post:

ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্যকে স্বাগত। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল (Tmc) নেতা ব্রাত্য বসু (Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, সকালে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটান সুদীপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য ও কুণাল।

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, সুদীপ রায় বর্মন যা কথা বলেছেন তাঁকে স্বাগত। এরপর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্রাত্য বলেন, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে (Sudip Ray Barman) বহিষ্কার করে দেখাক বিজেপি।

কুণাল ঘোষ বলেন, “বিজেপির ভিতর থেকে বলছে, এখানে উন্নয়ন নেই, সন্ত্রাস চলছে। এতদিন আমরা যে অভিযোগ করছিলাম যে ত্রিপুরা জঙ্গলরাজ চলছে, এদিন সুদীপ রায় বর্মনের কথায় সেটা স্পষ্ট হয়ে গেল। আমাদের আবেদন আপনারা ভোট দিন। নীরব প্রতিবাদ করুন। চুপচাপ জোড়াফুলে ছাপ দিন।”

ব্রাত্য বসু বলেন, “ত্রিপুরার বিজেপি গুণ্ডাদের দল। আমার তাদের কাছে অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি।” একইসঙ্গে তৃণমূল নেতাদের মতে, সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার রাজ্য নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তীব্র কটাক্ষ করে ব্রাত্য বলেন, ত্রিপুরায় খোকা-খুকুর সরকার চলছে। আর বিজেপির হার্মাদরা সন্ত্রাস চালাচ্ছে।

আরও পড়ুন:Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...