Friday, January 9, 2026

KMC 131: অভিভাবকহীন শোভনের কাননে এবার জোড়াফুল ফোটাবেন রত্না

Date:

Share post:

কলকাতা পুরসভার (KMC) ১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতে দু’দুবার মেয়র হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত কারণে এখন রাজনৈতিক “সন্ন্যাস” নিয়েছেন শোভনবাবু। প্রায় বছর চারেক আগে ছেড়েছেন বেহালার (Behala) পর্ণশ্রীর (Pornoshree) বাড়ি। মেয়র (Mayor) পদ থেকেও সেই সময় ইস্তফা দিয়েছেন। সেই থেকে ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। বান্ধবী বৈশাখী (Boisakhi Banerjee) ও নিজেকে নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে এই কয়েক বছরে কারোর কোনও খোঁজখবর নেননি তিনি। কার্যত “অভিভাবকহীন” ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষ।

যদিও দায়িত্বজ্ঞানহীন স্বামীর শাপমোচনে ঘর সংসার সামলায় ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়ান রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) কাউন্সিলর না হয়েও এই ওয়ার্ডের যাবতীয় কাজ কর্ম দেখতেন তিনি। করোনা কিংবা আমফান, মহামারী হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়, দিনে-রাতে আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন রত্না।

এহেন রত্না চট্টোপাধ্যায়ের সামনে এবার আনুষ্ঠানিকভাবে
কাউন্সিলর হওয়ার হাতছানি। তৃণমূলের তরফে টিকিট পাওয়ার বিষয়টি অবশ্য প্রত্যাশিত ছিল রত্নার কাছে। তাঁর কথায়, ”বিধায়ক হব কোনও দিন ভাবিনি, তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব। ওয়ার্ডের সঙ্গে এতটাই আত্মিকভাবে জড়িয়ে গিয়েছি যে আমার কখনও মনে হয়নি আমি কাউন্সিলর নই।”

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রত্না বলেন, ”আমি ভাবিনি কোনও দিন বিধায়ক হব, সেই সম্মান দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব।”

আরও পড়ুন:শোভনের আরও দুই “সন্তান”র খোঁজ পর্ণশ্রীর বাড়িতে, কোলেপিটে মানুষ করেছেন রত্না

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...