Sunday, January 11, 2026

KMC 109: বিমান সেবিকা থেকে পৌরমাতা, ১০৯-এ প্রকৃত অর্থেই তিনি অনন্যা

Date:

Share post:

সালটি ২০১৫। বিমান সেবিকার মোটা মাইনের চাকরি। “মিস ক্যালকাটা” খেতাব জয়। ভালো নম্বর নিয়ে ইংরেজিতে স্নাতক। সম্পূর্ণ অন্য জগৎ থেকে এসে রাজনীতির আঙিনায় পা রেখেই কলকাতা অন্যতম বড় ১০৯ নম্বর (KMC 109) ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় (Annaya Banerjee)। যাদবপুরের এই ওয়ার্ড একটা সময় বাম দুর্গ ছিল। প্রথমবার ভোটে দাড়িয়েই সেই মিথ ভেঙে দেন অনন্যা। তখন অনেকেই ভেবেছিলেন, পিছিয়ে পড়া অনুন্নত একটি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কি দক্ষ কাউন্সিলর হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন? অচিরেই সেই দ্বিধা ভেঙে দেন অনন্যা। দীর্ঘ বাম জমানায় যে পরিষেবা থেকে মানুষ বঞ্চিত ছিল সেটা মাত্র পাঁচ বছরেই করে দেখিয়ে দেন তিনি। প্রমাণ করে দিয়েছেন, দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দূরদৃষ্টি সীমাহীন।

আরও পড়ুন-গ্রুপ-সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ, বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

এবারও আসন্ন কলকাতা পুরসভা (KMC) নির্বাচনে ১০৯ নম্বর ওয়ার্ড (KMC 109) থেকে অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর অনন্যাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। একদিকে পুরপ্রতিনিধি হয়ে যেমন মানুষের কাজ করেছেন অন্যদিকে রাজ্য সরকারের প্রকল্প গুলো ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি।

অনন্যা ১০৯ নম্বর ওয়ার্ডের ১৩টি কলোনির মানুষের জীবনধারা যেমন বদলে দিয়েছেন তেমনি বদলে দিয়েছেন আর্থসামাজিক পরিস্থিতি। একটা সময় এই এলাকার মানুষ নিজেকে মুকুন্দপুরবাসী বলতে লজ্জা পেতেন, আর এখন তাঁরাই গর্বের সঙ্গে মুকুন্দপুরের নামটি উচ্চারণ করেন। গত পাঁচ বছরে শুধুমাত্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে এই ওয়ার্ডের মানুষ তপশিলি শংসাপত্র পেয়েছেন ২৬৪৭ জন। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ৭৮৯৬টি পরিবার। বিধবাভাতা, বার্ধক্য ভাতা, লক্ষীর ভান্ডারের মাধ্যমে প্রতিমাসে ৮৮১২ জন মানুষ প্রত্যক্ষ ভাবে উপকৃত হচ্ছেন। এর পাশাপাশি পরিস্রুত পানীয় জল উচ্চক্ষমতাসম্পন্ন রিজার্ভার নির্মাণ করা হয়েছে। নতুন করে প্রায় ৫৫ কিলোমিটার জলের লাইন পাতা হয়েছে। এছাড়া রাস্তার উন্নয়ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা হয়েছে অনন্যার হাত ধরে। কিশোর ভারতী স্টেডিয়াম সেজে উঠেছে নতুনভাবে।

আগানিদিন যদি আবার পুরপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন তাহলে অনন্যা প্রথম অগ্রাধিকার দেবেন কলোনি অঞ্চলে বসবাসকারী প্রতিটি পরিবারের হাতে জমির পাট্টা দলিল তুলে দিয়ে। ইতিমধ্যেই সেই সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে কলোনির মহিলাদের জন্য নিখরচায় স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো অনন্যা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প।

আরও পড়ুন-Chidambaram slams Modi: মুখে যা বলেন কাজে তা করেন না মোদি, তীব্র কটাক্ষ চিদম্বরমের

অনন্যার কথায়, “মানবসেবার যে মন্ত্রে দীক্ষিত হওয়ার সুযোগ ১০৯ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে দিয়েছে সেই ঋণ আরও ভালো করে শোধ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।”

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...