Madan Mitra: ‘আমি তো সাধারণ মানুষ, আমি বাসের যাত্রী’, বাসে চড়ে যাত্রীদের খবর নিলেন মদন

সদ্য ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ার‍ম্যানের দায়িত্ব পেয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর দায়িত্ব পেয়েই সক্রিয় মদন মিত্র। শহরের পরিবহনের হাল হকিকত জানতে বুধবার বুধবার দুপুরে রাস্তায় নেমে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। উঠে পড়লেন বাসে। খোঁজ নিলেন যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা।

বুধবার যগুবাবাবুর বাজার থেকে ধর্মতলা পর্যন্ত বাসেই আসেন মদন মিত্র। হঠাৎ করে বাসে কেন? মদন মিত্রকে এই প্রশ্ন করা হলে তিনি সহাস্যে বলেন, “আমি তো সাধারণ মানুষ। আমি বাসের যাত্রী। মাঝে মাঝে গাড়ি পাই, তখন তাতে চড়ি”।এরপর যাত্রীদের কাছে শোনেন সমস্যার কথা। পরে বলেন, বেশীরভাগ যাত্রী বলেছেন, তাদের প্রথম পছন্দ সরকারি বাস। কীভাবে বাসের সংখ্যা বাড়ানো যায় সেটা দেখা হচ্ছে। দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার নতুন বাস নামানোর কোনও আর্থিক সহায়তা দিচ্ছে না। এর ফলে সংকট তৈরি হয়েছে। রাজ্য চেষ্টা করছে’।

আরও পড়ুন- Kolkata: ৬৮-তে সুর্দশনাই প্রার্থী, জানালেন তৃণমূল মহাসচিব

Previous articleKolkata: ৬৮-তে সুর্দশনাই প্রার্থী, জানালেন তৃণমূল মহাসচিব
Next articleYashwant Sinha: অসুস্থ যশবন্ত সিনহা, ভর্তি এসএসকেএমে