Sunday, August 24, 2025

শিল্প স্থাপনই লক্ষ্য রাজ্য সরকারের: মুম্বইয়ে শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী বছর বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে মুম্বইয়ে দেশের প্রথম সারির শিল্পপতিদের সামনে রাজ্যের শিল্পভাবনা ও বাংলায় শিল্পের বর্তমান ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক-শেষে বিকেল পাঁচটায় শিল্পসম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জীব গোয়েঙ্কা-সহ এ-রাজ্যের অনেক শিল্পপতি হাজির ছিলেন শিল্পসম্মেলনে। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের এখন লক্ষ্যই হল শিল্পকে আরও প্রাধান্য দেওয়া। এই মুহূর্তে বাংলায় ছোট ও মাঝারি শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তাতে সাফল্যও এসেছে। পশ্চিমবঙ্গে ভারী শিল্পের যে ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে আনার দিকে আরও বেশি নজর দিয়েছে আমাদের সরকার।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, রাজ্য সরকারের নিজস্ব জমি-ব্যাঙ্ক রয়েছে। সেখান থেকে যে-কোনও শিল্পসংস্থা জমি নিতে পারে। এখন শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। যা আগে ছিল না। এর পাশাপাশি তথ্য-প্রযুক্তি শিল্পকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শ্রমিকস্বার্থ রক্ষা করেই বাংলায় শিল্পের পরিবেশে বদল আনা হয়েছে। আগে বাংলায় কথায় কথায় বন্ধ হত। এখন সে-সব অতীত।

সম্মেলনে উপস্থিত বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও বলেন, শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বাংলা এখন শিল্পপতিদের অন্যতম গন্তব্য।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এখনও অনেক কাজ করতে হবে। পুরনো শিল্পসংস্থাগুলোকে ফেরাতে হবে, যা একসময় বাংলার গর্ব ছিল। বিশেষ করে চটকল-সহ একধিক এমন শিল্প আছে যেখানে আরও বেশি করে নজর দিচ্ছি আমরা। আগামী দিনে বাংলা শিল্পক্ষেত্রে প্রথম স্থানে থাকবে এই বিশ্বাস ও ভরসা আমার আছে।’ ২০২২-এর এপ্রিলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে ২ বছর বাদে। সেখানে সকলকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Yashwant Sinha: অসুস্থ যশবন্ত সিনহা, ভর্তি এসএসকেএমে

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...