Friday, November 14, 2025

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে যেতে পারে বিজেপি

Date:

Share post:

কলকাতা পুরসভা নির্বাচনে(municipality Election) প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর(Central force) বৃহস্পতিবারই এমনটা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। রাজ্যপালের দাবির পর এবার বিজেপির(BJP) তরফে জোরালো দাবি তোলা হলো কেন্দ্রীয় বাহিনীর। এমনকি এ বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

বৃহস্পতিবার বিকেলে বিজেপির তিন সদস্যের প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান। এই দলে ছিলেন শিশির বাজোরিয়া, অর্জুন সিং এবং অগ্নিমিত্রা পল। পুরভোট উপলক্ষে নির্বাচন আধিকারিককে একাধিক দাবি-দাওয়া তুলে ধরা হয় তাদের তরফে। এখানে মুখ্য দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে করাতে হবে পুরসভা নির্বাচন। এ প্রসঙ্গে অর্জুন সিং জানান, রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছেন। যদিও তাঁর দাবি শোনা হবে কিনা জানা নেই। তবে আমরা বা চিন্তা-ভাবনা করছি নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনীর দাবি না মানে সে ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়ার। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। যদিও বিজেপির গণতান্ত্রিকতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। উদাহরণ হিসেবে তৃণমূলের তরফে জানানো হয়েছে ত্রিপুরার ভয়াবহ হিংসার কথা। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের দাবি নির্বাচন রাজ্য পুলিশেই হোক বা কেন্দ্রীয় বাহিনীতে জিতবে তৃণমূল। নির্বাচনের আগে প্রতিবারই বিজেপি তরফে নানান ধরনের নাটকের মঞ্চ তৈরি করা হয় এটা তারই একটা অঙ্গ।

 

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...