Friday, November 14, 2025

আমায় কেন জন্ম দেওয়া হল? চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে কোটি টাকা পেলেন তরুণী

Date:

Share post:

কেন তাঁর মাকে প্রসবের অনুমতি দেওয়া হয়েছে? কেনই বা তাঁকে পৃথিবীর আলো দেখানো হলো? শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ তুলে মায়ের চিকিৎসকের(Doctor) বিরুদ্ধে কোটি টাকার মামলা দায়ের করলেন এক তরুণী। শুধু তাই নয় আদালতে সেই মামলা জিতেও গেলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে(Britain)। তাঁকে জন্ম দেওয়ার জন্য মায়ের চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ২০ বছর বয়সী তরুণী এভি টোম্বিস(Evi Tombis)। কিন্তু কেন এমন ধরনের মামলা?

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুরুতর শারীরিক সমস্যা নিয়ে জন্মেছিলেন এভি নামের ওই তরুণী। জন্ম থেকেই তিনি স্পাইনা বিফিডা নামে রোগে আক্রান্ত। মেরুদন্ডের গুরুতর এই রোগের জন্য মাঝে মাঝে ২৪ ঘণ্টাই টিউবের সাহায্যে চলতে হয় এভিকে। আর এই ব্যাধির জন্যই চিকিৎসক ফিলিপ মিচেলকে আদালতে টেনে নিয়ে গিয়েছেন এভি। আদালতে এভির অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর মাকে সঠিক পরামর্শ দেননি চিকিৎসক। যদি তিনি মাকে বলতেন তাঁর সন্তান স্পাইনা বিফিডা-য় আক্রান্ত হতে পারে, আর সেই ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিডযুক্ত খাবার এবং ওষুধ খাওয়া প্রয়োজন, তা হলে হয়তো তাঁর এই অবস্থা হত না। বা তাঁকে জন্ম দিতে চাইতেন না তাঁর মা।

আরও পড়ুন:ডিপফ্রিজে কংগ্রেস, বিরোধীদের ভরসা মমতা: জাগো বাংলায় তোপ তৃণমূলের

এভির দায়ের করা এই মামলা নজিরবিহীন বলে উল্লেখ করেছে লন্ডন হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, যদি সঠিক সময়ে এভি-র মাকে এ বিষয়ে অবহিত করা হত, তা হলে তিনি সন্তানধারণের বিষয়ে দেরি করতে পারতেন। শুধু তাই নয়, সুস্থ সন্তানের জন্ম দিতে পারতেন। এ প্রেক্ষিতেই শেষ পর্যন্ত অভিযুক্ত ওই চিকিৎসককে বিপুল অংকের টাকা জরিমানা নির্দেশ দিয়েছে লন্ডন হাইকোর্ট।

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...