Saturday, August 23, 2025

Hiran Chatterjee: কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের ছবি? ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ হিরণের

Date:

Share post:

কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের (BJP MLA) ছবি? এই নিয়েই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিঁধে হিরণের মন্তব্য, ‘আমি হোর্ডিং, পোস্টারে নেই। আমি মানুষের জন্য নিরন্তর কাজ করে চলি।’ যা নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress)।

আরও পড়ুন: সোমে সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার জন্য দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে খড়পুরের (Kharagpur) বিভিন্ন এলাকা। হোর্ডিংয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর ছবিও রয়েছে। এমনকি হোর্ডিংয়ে রয়েছেন জেলা সভাপতি সৌমেন তিওয়ারিও। কিন্তু, নেই বিধায়ক হিরণ! আর তাতেই ক্ষুব্ধ বিধায়ক।

হিরণ (Hiran Chatterjee) বলেন, “আমি হোর্ডিং পোস্টারে নেই। নিরন্তর মানুষের জন্য কাজ করে চলি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। জনতাই জনার্দন। তাঁরা ভোট দিয়ে জেতাতে পারবেন না। মানুষই শেষ কথা বলবে।”

এ প্রসঙ্গে পিংলার তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতি (TMC MlA Ajit Maity) বলেন, “হিরণের দুঃখ পাওয়ার কিছু নেই। আমি নিশ্চিত করে দিচ্ছি হিরণ কাজ করবার সুযোগ পাবেন। কারণ তৃণমূল কংগ্রেস কাজ করবার দল।”

আরও পড়ুন: ফের শীর্ষ নেতৃত্বের সমালোচনা, কংগ্রেস ত্যাগের জল্পনা বাড়ালেন গুলাম নবি আজাদ

হিরণের ক্ষোভ উগরানো প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...