Wednesday, November 19, 2025

Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপর থেকেই শিল্পস্থাপন এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরের (Dinajpur) প্রশাসনিক বৈঠক থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক এ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwivedi) জানান, যে তিনটি টেক্সটাইল পার্ক (Textiles Park) হচ্ছে। তারমধ্যে একটি হচ্ছে উত্তর দিনাজপুরে। সেখানে দুই দিনাজপুরের তাঁতিরা। আয়ের সুযোগ পাবেন। থাকবে পাওয়ারলুম তৈরির সুবিধা।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানেন, দুই দিনাজপুরে দ্রুত পুরভোট হবে। পুর কমিশনারদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। বলেন, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষার মধ্যে পুরভোট নয়, কবে পরীক্ষা, কবে গঙ্গাসাগর মেলা, হোলি। তারিখ-তালিকা তৈরি করে জমা দিন”। স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। তিনি জানান, মৎস্যজীবী এবং শিল্পীদের জন্য আলাদা কার্ড আনা হচ্ছে। এদিনই বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বুধবার, সকালে মালদহের প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদে। বিকেলে সেখানেই জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ থেকে নদিয়াতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে জেলাশাসক, বিডিও, জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

spot_img

Related articles

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলায় ৮২০০ কোটি টাকার বিনিয়োগ প্রসূনের ইউনিভার্সাল সাকসেসের

বাংলায় বিপুল বিনিয়োগ করছে বাঙালী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের (Prasun Mukharjee) ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ (USEL)। এবিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

রাজ্যে শিক্ষক নিয়োগে নতুন দিশা। এসএসসির পর প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West...

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের...