প্রযুক্তিগত গণ্ডগোলের জেরে বাতিল হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের( UEFA Champions League) প্রথম ড্র। যার ফলে লিয়োনেল মেসির ( Lionel Messi) পিএসজির মুখোমুখি হচ্ছে না রোনাল্ডোর (Cristiano Ronaldo) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

সোমবার হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র। সেই ড্রয়ে ফুটবলবিশ্ব উচ্ছ্বসিতও হয়েছিল। কারণ সেই ড্র-তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির লড়াই দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরে উয়েফা প্রথম সেই ড্র-কে বাতিল ঘোষণা করে দিয়েছে। পরে নতুন করে ড্র হয়। আর সেই ড্র-এ হল না মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ।
ঘটনার সূত্রপাত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে। প্রাথমিক ভাবে ম্যান ইউয়ের মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল। যেহেতু তারা গ্রুপ পর্বে ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে খেলে ফেলেছে, তাই উয়েফার নিয়মানুযায়ী নকআউট পর্বে মুখোমুখি হতে পারত না। এক্ষেত্রে ঘটনা হল, ড্রয়ের সময় ভুল পটে রাখা হয়েছিল ম্যানইউকে। নিয়ম মতো, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে শেষ ১৬-য় লড়াই হওয়ার কথা ম্যাঞ্চেস্টারের। সেই সময়ে নির্দিষ্ট পাত্রে রাখা হয়নি রোনাল্ডোর দলকে। পরিস্থিতি আরও জটিল হয়, যখন ম্যান ইউ-র খেলা পড়ে পিএসজির সঙ্গে। আর তখনই ধরা পড়ে সমস্যা।

এরপরই প্রথম ড্র বাতিল করে উয়েফা। এরপর নতুন করে ফের ড্র হয় ভারতীয় সময় সন্ধেয়। সেখানে পিএসজির খেলা পড়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর ম্যানইউকে খেলতে হবে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। গত বারের বিজয়ী চেলসি খেলবে লিলে-র বিপক্ষেই। ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি স্পোর্টিং লিসবন। বায়ার্ন মিউনিখ খেলবে বুল স্যালজবার্গ বিরুদ্ধে। লিভারপুলের প্রতিপক্ষ ইন্টার মিলান। আয়াক্স খেলবে বেনফিকার বিপক্ষে।

আরও পড়ুন:Rohit Sharma: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা
