নিলামে উঠতে চলেছে মারাদোনার( Maradona) বাড়ি, গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র। জানা গিয়েছে মারাদোনার পাঁচ বৈধ সন্তান একজোট হয়ে এই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন। আর্থিক সমস্যার কারণেই ফুটবল রাজপুত্রর ছেড়ে যাওয়া সম্পত্তি বিক্রি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো নিলাম আয়োজন হবে অনলাইনের মাধ্যমে। এই নিলামের নাম দেওয়া হয়েছে ‘টেন অকশন’।

এই নিয়ে নিলাম হাউসের শীর্ষ কর্তা আদ্রিয়ান মার্কাদো বলেন, “দিয়েগো মারাদোনার অসংখ্য জিনিস তোলা হচ্ছে এই নিলামে। আমাদের বিশ্বাস, সারা বিশ্বে মারাদোনার সমর্থক ছড়িয়ে রয়েছে, তাঁরা এই নিলামে ঝাঁপিয়ে পড়বেন। কোনও ফুটবলারকে নিয়ে এই রকম নিলাম এর আগে হয়নি।”

আরও পড়ুন:Sourav Ganguly: দ্রাবিড় ছাড়াও এই প্রাক্তন ক্রিকেটার বিরাটদের কোচ হতে চেয়েছিলেন, জানালেন সৌরভ

নিলামে বাড়ি ছাড়াও মারাদোনার ব্যবহৃত কয়েকটি দামি গাড়িও তোলা হবে। এর মধ্যে অন্যতম বিএমডব্লিউ ৭৫০। এছাড়াও কিংবদন্তির টুপি, জুতো, বন্ধু ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার ও এক বাক্স সিগারও পাওয়া যাবে নিলামে। সব মিলিয়ে মারাদোনার ব্যবহার করা প্রায় ৮৭টি জিনিস নিয়ে হাজির হচ্ছেন নিলাম আয়োজকরা।
