Saturday, November 15, 2025

জনগণের আস্থা অর্জনে বাংলাদেশে বুস্টার ডোজ নিলেন ৫ মন্ত্রী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: আজ থেকে বাংলাদেশও চালু হয়ে গেল করোনাভাইরাসের বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস হয়ে গেলে টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নেওয়া যাবে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের(Corona virus) টিকা কার্যক্রম শুরু হয়। তবে তার আগে ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়। আজ রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মহাখালীতে বাংলাদেশ(bangladesh) কলেজ অব ফিজিশিয়ান’স ন্ড সার্জন’স (বিসিপিএসএ) মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশের প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে রবিবার বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুন:পুরভোটে পুলিশের ভূমিকা অভূতপূর্ব: পার্থ, প্রত্যেকটি ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবি বিজেপির

বাংলাদেশে আপাতত ষাটোর্ধ্ব এবং করোনাযোদ্ধা হিসেবে যারা রয়েছেন, তাদেরই প্রথম পর্যায়ে এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, তবে ধীরে ধীরে এর আওতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করে দেশে বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকাই দেওয়া হবে। তবে আমরা শুনেছি মডার্নার টিকাও বুস্টার ডোজ হিসেবে দেওয়া যায়। আমাদের স্টকে মডার্নার টিকাও আছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রথমে বয়স্ক ও সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হবে। দেশে এখন পর্যন্ত করোনায় ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাদের মধ্যে ৮৫ ভাগই ষাটোর্ধ্ব, তাদের সুরক্ষিত রাখতে হবে। এ জন্যই বুস্টার ডোজের তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে বুস্টার ডোজের পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রমও চালু থাকবে, চালু থাকবে শিক্ষার্থীসহ অন্যান্য টিকাদান কর্মসূচিও। কোথাও কিছু ব্যাহত হবে না, পাশাপাশি বুস্টার ডোজ চলবে বলে জানান জাহিদ মালেক।

এর পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ওমিক্রন বিশ্বের অনেক দেশে ছড়িয়েছে। এই ভ্যারিয়েন্ট খুবই সংক্রমণশীল। ইউরোপে বহু দেশে এতে আক্রান্ত হয়েছে। আমরা আমাদের দেশকে নিরাপদ রাখতে চাই। কিন্তু যদি সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু মৃত্যুর হারও বেড়ে যাবে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি কয়েকজন মন্ত্রীকে আহ্বান জানিয়েছি বুস্টার ডোজ নেওয়ার জন্। তারা আজ আছেন এখানে। তাদেরও আজ টিকা দেওয়া হবে। যাতে লোকে না মনে করে যে বুস্টার ডোজ বয়স্কদের তো… আপনারা কেউ এখনও নিলেন না। সে কথা যাতে কেউ না বলতে পারে, সেজন্য কয়েকজন মন্ত্রী আছেন আজ এখানে। তাদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।

সেই অনুযায়ী এদিন বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। প্রথমে রুনু ভেরোনিক কস্টাকে টিকা দেওয়ার পর টিকা নেন জাতীয় অধ্যাপক ডা. শায়লা বেগম। এরপর একে একে বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে এসে বুস্টার ডোজ নেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...