Monday, January 12, 2026

স্বাধীনতা দিবস বিষয়ক মোদির বৈঠকে মমতাকে বলতে না দেওয়া বাংলাকে অপমান, ক্ষুব্ধ বিদ্বজ্জনেরা

Date:

Share post:

আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবস(Indipendent day) পালন করবে গোটা দেশ। সেই উপলক্ষে গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে বাকি সকলকে বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনাতেই বৃহস্পতিবার নবান্নে বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিদ্বজ্জনেরা। শুধু এই সংক্রান্ত বিষয়ে এরপর প্রধানমন্ত্রী কোন বৈঠক ডাকলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উপস্থিত থাকবেন না বলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে দেন।

এবারের স্বাধীনতা দিবস বড় পরিসরে আয়োজনে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সেই সংক্রান্ত বিষয়ে বিদ্বজনেদের উপস্থিতিতে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিল্পী যোগেন চৌধুরী বলেন, ‘গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে যোগ দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রীও। কিন্তু অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যাপার। আমরা এর তীব্র প্রতিবাদ করি।’

আরও পড়ুন:TET: ৩ দিনের মধ্যে মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

একই সুর শোনা যায় জয় গোস্বামীর গলাতেও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্যবহার আমরা এর আগে দেখেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখেছি। কতটা অবহেলা সহ্য করেও বাংলাকে ১০ বছরে কতটা এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ পাশাপাশি এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী আগামী কোনো বৈঠক ডাকলে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। পাশাপাশি মুখ্যসচিবকে তিনি বলেন, বৈঠক ডাকা হলে যেন বলে দেওয়া হয় আমরা নিজেদের মতো করে কমিটি গড়ে এই সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান সূচি তৈরি করে নিয়েছি।

spot_img

Related articles

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...